একদিনের সংক্রমণের নিরিখে ফের রেকর্ড গড়লো রাজ্য। গত ২৪ ঘন্টায় রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছেন ১৮৯৪ জন। এদিকে রাজ্যে কমছে সুস্থতার হার। স্বাভাবিক ভাবেই যা চিন্তা বাড়াচ্ছে রাজ্যবাসীর। এদিকে একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ২৬ জনের। করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৮৩৮ জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ১৪,৭০৯জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮,০১১জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ২২,২৫৩জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৪৯জনের। রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার ৫৮.৫৪ শতাংশ। শুক্রবার এমনটাই জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে ৫৬৩টি নতুন কেস পাওয়া যাওয়ায় শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ১২,০৩৪। গত ২৪ ঘণ্টায় ২৯১জন্য সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ৬৭১৩জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১২জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ৫৪৯জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৪৭৭২জন। বাকি মৃতদের মধ্যে একজন দক্ষিণ দিনাজপুর, একজন নদিয়া,একজন পূর্ব মেদিনীপুর, তিনজন হাওরা, একজন হুগলি, সাতজন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ১৩হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬লাখ ৭৬হাজার ৩৪৮টি। এখন রাজ্যে ৫৪টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই পরিস্থিতিতে রাজ্যে ৫৮২টি সরকারি একান্তবাসে রয়েছেন ৩হাজার ৮৩৯জন। সরকারি একান্তবাস থেকে ছুটি পেয়েছেন, ১লাখ ২হাজার ৮৪৬জন। এখন বাড়িতে একান্তবাসে রয়েছেন ২৭হাজার ৪১০জন। হোম কোয়ারেন্টিনে নজর দারি শেষ হয়েছে, ৩লাখ ৪২হাজার ১৪০জনের। এদিকে পরিযায়ী শ্রমিকদের জন্য সারা রাজ্য জুড়ে ৪০টি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিন বানানো হয়েছে। যেখানে রয়েছেন, ২৩০জন। এখান থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৭৬হাজার ৪৪জন। নতুন করে রাজ্যে শুরু হয়েছে ‘ সেফ হোম’ – এ রাখার প্রক্রিয়া। রাজ্যে ১০৬টি সেফ হোমে ৬ হাজার ৯০৮টি শয্যা রয়েছে। সেখানে রয়েছেন ৪৯৭জন সামান্য উপসর্গ যুক্ত ব্যক্তি।