লাদাখ সীমান্ত এখনও জারি রয়েছে চাপা উত্তেজনা। বস্তুত চিন কিছুটা সেনা সরালেও পূর্ব লাদাখে ফিঙ্গার এলাকা থেকে সম্পূর্ণ ভাবে সেনা সরাতে নারাজ রয়েছে চিন। তবে এই দাবিতে অনড় নয়াদিল্লিও। তাই এই মুহূর্তে চিনা সেনার গতি প্রকৃতি বুঝে এখনই সেনা সরাতে চাইছে না কেন্দ্র।
এই বিশেষ সময়ে রাজনাথ সিং(Rajnath Sing)-এর লাদাখ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সূত্রের খবর মঙ্গলবারের বৈঠকে ফিঙ্গার এলাকা থেকে সরতে রাজি হয়নি চিনা বাহিনী। ফলে চাপা উত্তেজক পরিস্থিতির মধ্যে লাদাখ পৌঁছচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
শুক্রবার সকাল ৬ টা নাগাদ লাদাখ পরিদর্শনের জন্য রওনা দেন রাজনাথ সিং। লাদাখ ও জম্মু কাশ্মীরে দু’দিনের সফরে তাঁর সঙ্গে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। জানা যাচ্ছে, আজ লাদাখ সফর করবেন রাজনাথ সিং। এরপর শনিবার শ্রীনগর সফর করবেন তিনি।
অন্যদিকে সূত্রের খবর ইতিমধ্যেই দিল্লি পৌঁছছেন চিফ অফ নর্দার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশী। খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi) সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। সেক্ষেত্রে সীমান্তের পরিস্থিতি ব্যাখ্যা করতে পারেন যোশী।
ইতিমধ্যেই পূর্ব লাদাখে আরও ৬০ হাজার সেনা জওয়ান মোতায়েন করেছে ভারত। মোতায়েন করা হয়েছে ভীষ্ম ট্যাংক, অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, সুখোই ফাইটার জেট, চিনুক ও রুদ্র হেলিকপ্টার। চিন সীমান্তে চলছে ভারতীয় সেনার কড়া নজরদারি।