অসমে এবার ভয়ঙ্কর ঘটনা। কামরূপ জেলায় করোনা সেন্টার ভেঙে রাস্তায় বেরিয়ে এসে আন্দোলন করলেন প্রায় শতাধিক রোগী। তাঁদের অভিযোগ, খাবার ও জল সঠিক ভাবে না পেয়েই তাঁরা এ রাস্তা বেছে নিয়েছেন।
ঘটনার খবর পেয়েই পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হয় কামরূপ ডেপুটি কমিশনার কৈলাস কার্তিক। তিনি রোগীদের অনুরোধ করেন, যাতে তাঁরা রাস্তা ছেড়ে অবরোধ তুলে ভিতরে আসেন ও আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা যায়।
গোটা ঘটনায় ওই এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। আশেপাশের মানুষও আতঙ্কিত হয়ে পড়েন। এক অফিয়ার পরে জানিয়েছেন, সঠিক ব্যবস্থার আশ্বাস পেয়ে রোগীরা আবার কেন্দ্রে ফিরে আসে।
রোগীদের অভিযোগ, তাদের খাবার ও পানীয় জল পর্যন্ত সরবরাহ করা হয়নি। এমনকি তাঁদের দাবি, তাঁদের ১০-১২ জনকে একসঙ্গে একটি ঘরে রাখা হয়েছিল। পাশাপাশি তাঁদের বেডগুলির অবস্থাও খারাপ বলে অভিযোগ করেছেন রোগীরা।
ডেপুটি কমিশনার কৈলাস কার্তিক তাঁদেরকে সব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি সেগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, যদি রোগীরা করোনা কেয়ারের ত্ন সুবিধায় সন্তুষ্ট না হন তবে তারা হোম কোয়ারান্টিন বেছে নিতে পারেন। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, স্বাস্থ্যকর্মীরা দিনরাত ডিউটি করছেন, তাঁদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। সেকারণে হয়তো কিছু ক্ষেত্রে দেরি হতে পারে।