সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ফের রেকর্ড গড়ল ভারত (India)। ভারতে মারণ কোভিড-১৯ (Covid-19) ভাইরাসের প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৬০৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩২,৬৯৫ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২৪,৯১৫ জন এবং সংক্রমিত ৯,৬৮,৮৭৬ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৬,১২,৮১৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৬৮ হাজার ৮৭৬ জন (সক্রিয় করোনা রোগী ৩,৩১,১৪৬)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪,৯১৫। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৬,১২,৮১৫ জন। ভারতে সুস্থতার হার দ্রুত বাড়ছে। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ রোগীদের মধ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩.২৪ শতাংশ। সুস্থতা এবং মৃত্যুর অনুপাত হল-৯৬.০৯% : ৩.৯১%।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ২৪,৯১৬ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৪৫২ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ৪৬ জন, বিহারে ১৮০ জনের, চন্ডীগড়ে ১১ জন, ছত্তিশগড়ে ২০ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৩,৪৮৭ জনের, গোয়া ১৮ জন, গুজরাটে ২০৭৯ জনের, হরিয়ানায় ৩১৯ জনের, হিমাচল প্রদেশে ১১ জনের, জম্মু-কাশ্মীরে ২০৬ জনের, ঝাড়খণ্ডে ৩৮ জনের, কর্ণাটকে ৯২৮ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৩৫ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৬৮২ জন, মহারাষ্ট্রে ১০,৯২৮ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে দু’জন, ওডিশায় ৭৭ জনের, পুদুচেরিতে ২১ জন, পঞ্জাবে ২২১ জন, রাজস্থানে ৫৩০ জনের, তামিলনাড়ুতে ২,১৬৭ জন, তেলেঙ্গানায় ৩৮৬ জন, ত্রিপুরায় ৩ জন, উত্তরাখণ্ডে ৫০ জন, উত্তর প্রদেশে ১,০১২ জন এবং পশ্চিমবঙ্গে ১,০০০ জন প্রাণ হারিয়েছেন।
মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ-এই সমস্ত রাজ্যগুলিতে করোনা-আক্রান্তের সংখ্যা সর্বাধিক এবং প্রতিদিনই দ্রুততার সঙ্গে বাড়ছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২,৭৫,৬৪০-এ পৌঁছেছে। দিল্লিতে আক্রান্ত ১১,৬৯৯৩, গুজরাটে ৪৪,৫৫২, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৩৪,৪২৭, উত্তর প্রদেশে ৪১,৩৮৩ এবং তামিলনাড়ুতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১৫,১৮,২০।ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৫ জুলাই পর্যন্ত মোট ১,২৭,৩৯,৪৯০টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। শুধুমাত্র ১৫ জুলাই ৩,২৬,৮২৬টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।