কোভিড-১৯(covid-19) রোগীদের চিকিৎসা করতে গিয়ে ভারতে এখনও পর্যন্ত ৯৩ জন ডাক্তারের মৃত্যু হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (IMA) প্রাথমিক রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে ৯৩ জন ডাক্তারের মৃত্যু হয়েছে।
এ প্রসঙ্গে আইএমএ প্রধান ডঃ রাজন শর্মা জানান, সাম্প্রতিক রিপোর্ট অনুসারে রোগীদের চিকিৎসা করতে গিয়ে ভারতে ১২৭৯ জন ডাক্তার করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৩ জনের মৃত্যু হয়েছে। আশ্চর্যের বিষয় হল আক্রান্ত ডাক্তারদের মধ্যে বেশিরভাগেরই বয়স ৫০-এর নীচে। ৩৫ বছর বয়সের নীচে রয়েছেন ৭৭১ জন। ৩৫ বছরের ওপরে রয়েছেন ২৪৭ জন। এবং ৫০ বছরের ওপরে রয়েছেন ২৬১ জন ডাক্তার। এই সংখ্যাটা শুধুমাত্র চিকিৎসারত ডাক্তারদের। এই পরিসংখ্যানের মধ্যে কোনও নার্স বা স্বাস্থ্যকর্মীকে ধরা হয়নি। তবে আমরা তথ্য জোগাড়ের কাজ শুরু করেছি। সবমিলিয়ে কতজন আক্রান্ত হয়েছেন তা শীঘ্রই প্রকাশ করা হবে।
আবার আইএমএ-র কোচি শাখার প্রধান ডঃ রাজীব জয়াদেবন ১১০ জন ডাক্তারের মৃত্যু হয়েছে বলে তথ্য সহকারে দাবি করেছেন। তাঁর সেই তথ্য স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এখন তিনি স্বাস্থ্যকর্মীদের পরিসংখ্যান জোগাড় করছেন। এ প্রসঙ্গে ডঃ জয়াদেবন বলেন, যেসব ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী কোভিড মহামারীতে রোগীদের চিকিৎসা করতে গিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। সবাইয়ের তথ্য আমরা সংগ্রহ করছি। যাঁরা বলিদান দিয়েছেন সবার নাম সামনে আনা হবে।
তিনি জানান, “মহারাষ্ট্রে ২৩ শতাংশ, তামিলনাড়ুতে ১৬ শতাংশ, গুজরাতে ১১ শতাংশ, দিল্লিতে ১১ শতাংশ এবং উত্তরপ্রদেশে ৯ শতাংশ করোনা আক্রান্ত ডাক্তারের মৃত্যু হয়েছে। এঁরা প্রত্যেকেই কর্তব্যরত ছিলেন। তবে এই তথ্য সরকারিভাবে প্রকাশ করা হয়নি। বিভিন্ন হাসপাতাল থেকে নেওয়া হয়েছে।” এ ছাড়া এখনও পর্যন্ত প্রাথমিকভাবে ১৩৬ জন স্বাস্থ্যকর্মীর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে তিনি জানান।