প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করল গুগল (Google)। সোমবার টুইট করে সে কথা জানিয়েছেন খোদ গুগলের সিইও সুন্দর পিঁচাই (Sundar Pichai)। ভারতের ডিজিটাল অর্থনীতির উন্নয়নের জন্য এই অর্থ বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ডিজিটাল ইন্ডিয়ার প্রংশসা করে এই বিনিয়োগ কথা জানিয়েছেন সুন্দর পিঁচাই। ধাপে ধাপে আগামী পাঁচ-ছয় বছরে মোট ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে গুগল। গুগলের কর্তা সুন্দর পিচাই বলেন, “গুগল মনে করে, ভারতে ডিজিটাল অর্থনীতির বিরাট ভবিষ্যৎ আছে। আমরা সেই সুযোগ নিতে আগ্রহী। তাই আগামী কয়েক বছরে আমরা ভারতে ৭৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করব।”
সুন্দর পিচাই বলেছেন, “ভারতের জন্য আমরা যে তহবিল গঠন করেছি, তার সাহায্যে এমন কয়েকটি পণ্য বা পরিষেবা দেব, যা এদেশের পক্ষে খুবই প্রয়োজনীয়। ইংরেজি বাদে অন্যান্য ভাষাতেও তৈরি হবে আমাদের প্রোডাক্ট।” সুন্দর পিচাই আরও বলেন, “ভারতের ছোট ও মাঝারি কোম্পানিগুলি যাতে ডিজিটাল ইকনমির পথে যাত্রা করতে পারে, সেজন্য সাহায্য করবে গুগল।” এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন, “সকালে সুন্দর পিচাইয়ের সঙ্গে কথা হল। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা নানা বিষয়ে কথা বলেছি। প্রযুক্তির সাহায্যে কীভাবে ভারতের তরুণ উদ্যোগপতিদের সাহায্য করা যেতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।” ইতিমধ্যে আগ্রাতে আইফোন নির্মাণকারী সংস্থা অ্যাপল একটি কারখানা তৈরির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।