খারাপ সময় কাটবে। শুধু একটাই আশা নিয়ে বেঁচে আছে মানুষ। চারপাশে যখন মারণ করোনার থাবা, তখন শুধুমাত্র ভ্যাক্সিনই দেখাতে পারে আশার আলো।
সোমবার থেকেই ভারতে শুরু হচ্ছে ‘কোভ্যাক্সিন’-এর হিউম্যান ট্রায়াল। ভারতীয় সংস্থা ‘ভারত বায়োটেক’ আইসিএমআরের সঙ্গে যৌথ উদ্যোগে এই ভ্যাক্সিন তৈরি করেছে। সোমবার থেকেই মানবদেহে সেই ভ্যাক্সিনের পরীক্ষা-নিরিক্ষা শুরু করবে পাটনার এইমাস।