রহস্যজনকভাবে মৃত্যু হল উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি (BJP) বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (Debendranath Roy)। সোমবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি বন্ধ দোকানের বারান্দা থেকে উদ্ধার হয়েছে বিধায়কের ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেবেন্দ্রনাথ রায়ের পরিবারের দাবি, গতকাল রাত ১টা নাগাদ কয়েকজন মোটর বাইক আরোহী তাঁকে বালিয়ার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। আজ সকালে বালিয়া মোড়ে একটি বন্ধ দোকানঘরের বারান্দা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ।এই মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউত্তর।এলাকায় উত্তেজনা থাকায় নামানো হয়েছে বিরাট পুলিশ বাহিনী। ২০১৬-র বিধানসভা নির্বাচনে হেমতাবাদ কেন্দ্র থেকে সিপিএমের হয়ে জয়ী হন দেবেন্দ্রনাথ। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে মুকুল রায়ের হাত ধরে তিনি যোগ দেন বিজেপিতে। বিধায়কের মৃত্যু বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, এ ব্যাপারে ঘন্টা খানেকের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে নোট পাঠাবেন তিনি।
ঘটনার ছবি সামনে আসতেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন, “এ ভাবে কাউকে আত্মহত্যা করতে দেখেছে কেউ! খুন করা হয়েছে দেবেন্দ্রনাথ রায়কে”। তাঁর কথায়, “ওখানকার এক তৃণমূল নেতা এই ঘটনার পিছনে রয়েছে। সে ওখানকার যুব তৃণমূল নেতা। নাম গৌতম পাল। একুশের ভোটের আগে পথের কাঁটা সরাতেই খুন করেছে দেবেন্দ্রনাথ রায়কে”।