রাজস্থানে নতুন করে ১৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ৭৪ জন সুস্থ হয়ে উঠেছেন, ৪ জন আজকে মারা গেছেন। এখনও পর্যন্ত রাজ্যে মোট ২৩৯০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার মধ্যে ৫৪৯২ জন চিকিৎসাধীন ও ৫০৭ জন মারা গেছেন।
এএনআই
রাজস্থানে নতুন করে ১৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ৭৪ জন সুস্থ হয়ে উঠেছেন, ৪ জন আজকে মারা গেছেন। এখনও পর্যন্ত রাজ্যে মোট ২৩৯০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার মধ্যে ৫৪৯২ জন চিকিৎসাধীন ও ৫০৭ জন মারা গেছেন।
এএনআই
153 #COVID19 cases, 74 recovered/discharged and 4 deaths reported in Rajasthan today, as of 10:30 am. Total number of cases in the state is now at 23,901, including 5,492 active cases and 507 deaths: State Health Department pic.twitter.com/AKOXqiFwSw
— ANI (@ANI) July 12, 2020
Designed using Magazine Hoot. Powered by WordPress.