চিন ও পাকিস্তান থেকে সৌরবিদ্যুতের সরঞ্জাম কেনা বন্ধ করতে উদ্যোগী হল মোদী সরকার। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)মধ্যপ্রদেশে ৭৫০ মেগাওয়াট সম্পন্ন একটি সৌরবিদ্যুত প্রকল্পের উদ্বোধন করেন। যা এশিয়ার বৃহত্তম। এই সৌরবিদ্যুত প্রকল্পের ফলে প্রতি বছর ১৫ লক্ষ টন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমবে বাতাসে।
এদিন ভার্চুয়াল মাধ্যমে রেওয়া আল্ট্রা মেগা সৌরবিদ্যুত প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “দেশীয় শিল্পকে বিস্তারের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সমস্ত সরকারি অফিস ও প্রতিষ্ঠানে ব্যবহৃত সোলার কোষ শুধুমাত্র দেশীয় সংস্থা থেকেই কেনা হবে।” একইসঙ্গে তিনি আরও বলেন, ” আশা করি খুব শিগগিরই ভারত বিদ্যুতের বড় রফতানিকারক দেশ হবে। সৌরশক্তি উৎপাদনের ক্ষেত্রে ভারত দ্রুত হারে অগ্রগতি করছে। আগামীদিনে গোটা দুনিয়া এতে আগ্রহ দেখাবে।”
প্রসঙ্গত, ভারতে সৌর বিদ্যুতের সরঞ্জাম সবথেকে বেশি আনা হত চিন থেকে। সম্প্রতি ভারত-চিন সীমান্তে চলতি উত্তেজনা নিয়ে আমদানি বন্ধ রেখেছে নয়াদিল্লি। তাই প্রয়োজনের কথা মাথায় রেখে দেশের মধ্যেই সৌর সরঞ্জাম তৈরির সিদ্ধান্ত নেয় মোদী সরকার। ২০২২ সালে মধ্যপ্রদেশের এই সৌরবিদ্যুত প্রকল্প থেকে ১৭৫ গিগাওয়াট পুনর্বিকরণ জ্বালানী সঞ্চিত হবে।