নির্মাণ কাজ শেষ হয়েছে আগেই, প্রতীক্ষা ছিল আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার। অবশেষে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং মারফত, জম্মু ও কাশ্মীরে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর দ্বারা নির্মিত ৬টি নতুন সেতু উদ্বোধন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নতুন এই ৬টি সেতু নির্মাণ করতে প্রায় ৪৩ কোটি টাকা খরচ হয়েছে। এদিন জম্মু ও কাশ্মীরে ৬টি নতুন সেতু উদ্বোধন করার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, শত্রুদের লাগাতার গুলিবর্ষণ সত্ত্বেও যথাসময়েই নির্মিত হয়েছে ৬টি সেতু। এজন্য আমি গর্বিত।
শুধুমাত্র এই ৬টি সেতু নয়, সবমিলিয়ে জম্মু ও কাশ্মীরে মোট ১৭টি সেতু নির্মাণ করছে বিআরও। এ প্রসঙ্গে এদিন বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং জানিয়েছেন, সবমিলিয়ে মোট ১৭টি সেতু নির্মাণ করছি আমরা। আপাতত ৬টি সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। আগামী মাসের মধ্যেই আরও পাঁচটি সম্পন্ন হবে এবং ২০২১ সালের মার্চের মধ্যেই বাকিগুলি সম্পন্ন হবে। অর্থাৎ সময়ের অনেক আগেই সেতু গুলি নির্মাণ হচ্ছে।