পুলিশ কর্মীদের বলিদান বৃথা যাবে না, ফের জানিয়ে দিলেন উত্তর প্রদেশের এডিজি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার (Prashant Kumar)। বেশ কয়েকদিনের লুকোচুরি শেষ হয়েছে বুধবার, কানপুর এনকাউন্টার মামলায় হিস্ট্রি-শিটার বিকাশ দুবের ঘনিষ্ঠ সহযোগী তথা আত্মীয় অমর দুবেকে নিকেশ করেছে উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বুধবার উত্তর প্রদেশের হামিরপুর জেলায় অমর দুবেকে নিকেশ করেছে এসটিএফ। গত সপ্তাহে কানপুরের চৌবেপুর থানার অন্তর্গত বিকারু গ্রামে ৮ জন পুলিশ কর্মী হত্যা মামলায় অভিযুক্তের মধ্যে অন্যতম ছিল অমর দুবে।
স্পেশাল টাস্ক ফোর্সের আইজি অমিতাভ জশ জানিয়েছেন, বুধবার হামিরপুর জেলার মৌদাহা গ্রামে এনকাউন্টারে নিকেশ হয়েছে গ্যাংস্টার বিকাশ দুবের ঘনিষ্ঠ সহযোগী অমর দুবে। পুলিশ সূত্রের খবর, অমর দুবের উপর পুরস্কারমূল্য ছিল ২৫ হাজার টাকা। হামিরপুরের পুলিশ সুপার শ্লোক কুমার জানিয়েছেন, বুধবারের এনকাউন্টারে আহত হয়েছেন একজন স্টেশন হাউস অফিসার এবং একজন পুলিশ কনস্টেবল। একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। কানপুর জোন-এডিজি জানিয়েছেন, এনকাউন্টার শেষে গ্রেফতার করা হয়েছে বিকাশ দুবের ঘনিষ্ঠ সহযোগী শ্যামু বাজপেয়ীকে গ্রেফতার করা হয়েছে। শ্যামুর উপর পুরস্কারমূল্য ছিল ২৫ হাজার টাকা। উত্তর প্রদেশের এডিজি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার জানিয়েছেন, ‘কানপুর এনকাউন্টার মামলার প্রধান অভিযুক্ত অমর দুবেকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আমাদের জওয়ানদের বলিদান বৃথা যাবে না। বাকিদের শীঘ্রই গ্রেফতার করা হবে।’
প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার প্রেম প্রকাশ পান্ডে এবং অতুল দুবেকে নিকেশ করেছিল পুলিশ। এবার খতম হল অমর দুবে। অন্যদিকে, উত্তর প্রদেশের কানপুরে ৮ জন পুলিশ কর্মীকে হত্যা মামলায় হরিয়ানার ফরিদাবাদ থেকে দু’জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।