রাজ্যে করোনা আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে মৃত্যুর সংখ্যা। যা স্বাভাবিক ভাবেই চিন্তা ফেলেছে বিশেষজ্ঞদের, প্রশাসন ও সর্বোপরি রাজ্যবাসীর কপালে। মঙ্গলবার গত ২৪ ঘন্টায় ফের একবার রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে। গতকাল রাজ্যে মৃত্যুর সংখ্যা ছিল ২২। এদিন তা বেড়ে হয় ২৫। যা এই যাবত সর্বাধিক। এদিকে রাজ্যে গতজা২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫০ জন। করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৫৫৫ জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ৭২৪৩। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩,৮৩৭জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ১৫,৭৯০জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮০৪জনের। রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার ৬৬.২৫ শতাংশ। মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিনে। এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা ২৯১টি নতুন কেস পাওয়া যাওয়ায় শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ৭৬৮০। গত ২৪ ঘণ্টায় ১৪৪জন্য সুস্থ হয়ে উঠছেন ।

তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ৪৬৯০জনবর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ২৫৫২জন।  এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১০জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ৪৩৮জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বাকি মৃতদের মধ্যে একজন পশ্চিম মেদিনীপুর, একজন পূর্ব মেদিনীপুর, একজন হুগলি, নয়জন উত্তর ২৪ পরগনা ও তিনজন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ১০হাজার ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৬২হাজার ১৩৭টি। এখন রাজ্যে ৫১টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই পরিস্থিতিতে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্তবাস রয়েছেন ৫হাজার ২৯৪জন। সরকারি একান্তবাস থেকে ছুটি পেয়েছেন, ৯৯হাজার ৩৩৮জন। এখন বাড়িতে একান্ত বাসে রয়েছেন ৩৮হাজার ৬১৪জন। হোম কোয়ারেন্টিনে নজর দারি শেষ হয়েছে, ২লাখ ৯৮হাজার ৪১০জনের। এদিকে পরিযায়ী শ্রমিকদের জন্য সারা রাজ্য জুড়ে ৩ ২হাজার ৪৭৪টি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিন বানানো হয়েছে। যেখানে রয়েছেন, ১১হাজার ২৪১জন। এখান থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৬০হাজার ৫৩৩জন। নতুন করে রাজ্যে শুরু হয়েছে ‘ সেফ হোম‘ – এ রাখার প্রক্রিয়া। রাজ্যে ১০৬টি সেফ হোমে ৬ হাজার ৯০৮টি শয্যা রয়েছে। সেখানে রয়েছেন ৩১১জন সামান্য উপসর্গ যুক্ত ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.