দুপুর ১টা অবধি রাজ্যের পাঁচ কেন্দ্র মিলিয়ে মোট ভোট পড়ল ৫১.৯০%। এর মধ্যে বালুরঘাটে ভোট পড়েছে ৫৬.১৬%, মালদহ উত্তরে শতাংশের হিসেবে ভোট পড়েছে ৪৯.৭৭%, মালদহ দক্ষিণে ৫০.৪৪%, জঙ্গিপুরে ৫২.৮২% এবং মুর্শিদাবাদে ভোট পড়েছে ৫০.৩২%।
প্রসঙ্গত, আজ গোটা দেশের মোট ১১৬ কেন্দ্রে তৃতীয় দফার ভোট পর্ব চলছে। অন্য রাজ্যের তুলনায় শতাংশের হিসেবে পশ্চিমবঙ্গে ভোট পড়েছে চোখে পড়ার মতো বেশি। এইসঙ্গে তৃতীয় দফায় রাজ্যের পাঁচ কেন্দ্রেই বিক্ষপ্ত অশান্তির খবর মিলেছে সকাল থেকে। বহু ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমিশন হস্তক্ষেপ করছে।