চীনকে ফের একবার মাস্টার স্ট্রোক দিতে চলেছেন নরেন্দ্র মোদি (Narendra modi)। আমাজন, গুগল সহ সমস্ত অনলাইন প্ল্যাটফর্মেই এবার নিষিদ্ধ হতে চলেছে চীনা পন্য। তবে নিষিদ্ধ করার পথে সরাসরি হাঁটছে না মোদি সরকার। ঘুরপথে চীনের ব্যাবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এবার থেকে amazon, Google সহ অনলাইন বিকিকিনির ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে জানাতে হবে কোন দেশের পণ্য। জারি হয়েছে আরো কিছু বিধিনিষেধ।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, এবার থেকে দেশে ব্যাবসা করা প্রতিটি ই কমার্স সংস্থাকে তাদের পণ্য কোন দেশে উৎপাদিত তা জানাতে হবে ক্রেতাকে। যে সব পণ্য ইতিমধ্যেই নথিভুক্ত তাদের সম্পর্কেও অবগত করতে হবে। নিয়মিত এই নির্দেশ না মানলে পোর্টাল থেকে পণ্যটি সরিয়ে দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পকে উন্নত করতে এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে অর্থমন্ত্রকের তরফে। সরকারি পোর্টালগুলিতে পণ্যে কতখানি দেশীয় উপাদান ব্যবহার হয়েছে তা জানানো হবে। যে পণ্যে ৫০ শতাংশের বেশি দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে, ক্রেতা পোর্টাল দেখে তা কেনার সুবিধা পাবেন। এই পণ্যগুলিকে প্রথম শ্রেণিভুক্ত করা হবে।

পাশাপাশি, যে সব ছোট ও মাঝারি ব্যাবসায়ী দেশীয় পণ্য বিক্রি ও তৈরি করেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যেই চীন ও ভারতের অশান্ত সীমান্ত সমস্যার কারনে দেশব্যাপী #boycott china আন্দোলন জোরদার হয়েছে। এবার সেই ধারাকে বজায় রেখে দেশীয় পণ্য বিক্রির ক্ষেত্রে এক ধাপ এগোনোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.