দেশে লাফিয়ে বাড়ছে করোনা (Corona)সংক্রমণ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। শেষ ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ২২ হাজার ২৫২ জন। যার ফলে দেশে এখন পর্যন্ত মোট সংক্রমণ ছাড়িয়ে গেল ৭ লক্ষের গণ্ডি। এখন পর্যন্ত দেশে মোট সংক্রামিত হয়েছে ২২ হাজার ২৫২ জন।
গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪৬৭ জনের। এরফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ২০ হাজার ১৬০ জনের। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এখবর জানানো হয়েছে। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫৫৭ টি। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ৯৪৮ জন।
অন্যদিকে আগের ২৪ ঘন্টার হিসেবে আমেরিকার থেকেও করোনায় মৃত্যুতে এগিয়ে ভারত(India)। স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে তথ্য সোমবার সকালে সামনে আনা হয়েছে, তা অনুযায়ী আগের ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ৪২৫ জনের। সারা বিশ্বে এই মৃত্যু সংখ্যার নিরিখে এগিয়ে কেবল মাত্র এগিয়ে একটি দেশ। সেটি ব্রাজিল। ২৪ ঘন্টায় সেখানে মৃত্যু হয়েছে ৬০২ জনের।
ভারতে ৪২৫ জনের মৃত্যু হলেও আমেরিকাকে টপকে গিয়েছে এই সংখ্যা। ওই ২৪ ঘন্টার বিচারে আমেরিকায় মৃত্যু হয়েছে ২৭১ জনের। উল্লেখ্য, আমেরিকায় সংক্রামিত প্রায় ২৯ লক্ষ মানুষ।
ভারতে ভ্যাক্সিনের ট্রায়াল শুরু হচ্ছে শীঘ্রই। ভারত বায়োটেক মানবদেহে ভ্যাক্সিন পরীক্ষার অনুমতি পেয়েছে। জানা যাচ্ছে, প্রাথমিকভাবে ১১০০ জনের শরীরে এই প্রতিষেধক পরীক্ষা হবে।
আগামী সপ্তাহেই হবে প্রথম ট্রায়াল। ১৩ জুলাইয়ের মধ্যে এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ফেজ ওয়ানের ফলাফল সামনে আসলে পরের ধাপে পরীক্ষা হবে। ১২টি ইনস্টিটিউট বেছে নেওয়া হয়েছে ট্রায়ালের জন্য। এর মধ্যে রয়েছে দিল্লি ও পাটনার এইমস।