ভারতে মারণ করোনাভাইরাসের প্রকোপ থামছেই না। প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ থেকে রেহাই পায়নি তাজনগরী আগ্রাও। আগ্রায় করোনাভাইরাসের প্রকোপ অব্যাহত থাকায় আপাতত খুলছে না তাজমহল-সহ অন্যান্য ঐতিহাসিক স্মৃতিসৌধ। এই তালিকায় রয়েছে আগ্রা দূর্গ, আকবর সমাধি প্রভৃতি।
প্রত্নতাত্ত্বিক সার্ভ অফ ইন্ডিয়া (এএসআই)-এর অধীন সমস্ত স্মৃতিসৌধ সোমবার থেকেই খুলেছে। কিন্তু, আগ্রার তাহমহল-সহ অন্যান্য স্মৃতিসৌধ আপাতত খুলছে না। আগ্রার জেলা শাসক প্রভু এন সিং জানিয়েছেন, আগ্রায় করোনা-পরিস্থিতির প্রেক্ষিতে, তাজমহল, আগ্রা দূর্গ, আকবর সমাধির মতো ঐতিহাসিক স্মৃতিসৌধ আপাতত খুলছে না। যেহেতু স্মৃতিসৌধগুলি ‘বাফার জোন’ এলাকার মধ্যে পড়ছে।