দেশে করোনা সংক্রমণের হার ক্রমশ বাড়ছে, এই পরিস্থিতিতে তাজমহল সহ একাধিক স্থাপত্য না খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর আগে সরকারের তরফে জানানো হয়েছিল, ৬ জুলাই থেকে তাজমহল ও অন্যান্য স্থাপত্য পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সিধান্ত থেকে পিছু হঠল সরকার।
এর আগে উত্তরপ্রদেশের পর্যটন মন্ত্রী টুইট করে জানিয়েছিলেন, উত্তরপ্রদেশের তাজমহল সহ সমস্ত ঐতিহাসিক স্থাপত্য ৬ জুলাই খুলে দেওয়া হবে। কিন্তু করোনা সংক্রমণ যেভাবে দেশ জুড়ে বৃদ্ধি পাচ্ছে তাতে এখনই না খোলার সিধান্ত নিয়েছে সরকার। করোনা সংক্রমণের কারণে গত ১১০ দিন ধরে বন্ধ রয়েছে ভারতের অন্যতম সেরা স্থাপত্য তাজমহল।
এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছিল, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে সংরক্ষিত সমস্ত স্থাপত্য কেন্দ্র ৬ জুলাই থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। তবে যাঁদের ই-টিকিট রয়েছে, তাঁরাই শুধুমাত্র প্রবেশ করতে পারবে। প্রত্যেক পর্যটকের মাস্ক পরা বাধ্যতামূলক। উল্লেখ্য, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে ৩০০০ এর বেশি স্থাপত্য ও ধর্মীয় কেন্দ্র রয়েছে। কোভিড-১৯ অতিমারীর জন্য ১৭ মার্চ থেকে সবগুলোই বন্ধ রয়েছে।