২৪ঘন্টায় সংক্রমিত ৭৪৩, করোনায় পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ২১,২৩১জন

সব রেকর্ডকে পেছনে ফেলে দিয়ে একদিনেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ হয়ে দাঁড়ালো পশ্চিমবঙ্গে (West Bengal)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হন ৭৪৩জন। যা এই যাবত সর্বাধিক। এর আগে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ৬৬৯এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে রাজ্যে ১৯জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯৫ জন।

অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ৬৩২৯। শনিবার এমনটাই জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিনে। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১,২৩১জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ১৪,১৬৬জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৩৬জনের। রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার ৬৬.৭২শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা ২৪২টি নতুন কেস পাওয়া যাওয়ায় শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ৬৮৬৪। গত ২৪ ঘণ্টায় ১৬৫জন্য সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ৪৩০৭জন। 

বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ২১৪৭জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৮জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ৪১০জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে।  বাকি মৃতদের মধ্যে একজন মালদা, একজন পশ্চিম মেদিনীপুর, একজন পূর্ব মেদিনীপুর,দুজন পশ্চিম বর্ধমান, তিনজন হাওড়া, তিনজন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ১১হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৩০হাজার ৭২টি। এখন রাজ্যে ৫১টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই পরিস্থিতি তে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্তবাস রয়েছেন ৬হাজার ৫৭জন। সরকারি একান্তবাস থেকে ছুটি পেয়েছেন, ৯৮হাজার ৩৭জন। এখন বাড়িতে একান্তবাসে রয়েছেন ৪৯হাজার ২৭৩জন। হোম কোয়ারেন্টিনে নজর দারি শেষ হয়েছে, ২লাখ ৭৫হাজার ৬৩০জনের। এদিকে পরিযায়ী শ্রমিকদের জন্য সারা রাজ্য জুড়ে ২হাজার ৯১৭টি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিন বানানো হয়েছে। যেখানে রয়েছেন, ১৩হাজার ৮৯৪জন। এখান থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৫৫হাজার ৮৩৬জন। নতুন করে রাজ্যে শুরু হয়েছে ‘ সেফ হোম’ – এ রাখার প্রক্রিয়া। রাজ্যে ১০৬টি সেফ হোমে ৬ হাজার ৯০৮টি শয্যা রয়েছে। সেখানে রয়েছেন ৩৩৮জন সামান্য উপসর্গ যুক্ত ব্যক্তি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.