একদিনেই প্রায় ২৫ হাজার! অতীতের সব রেকর্ড ভেঙে দিল দেশের করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। আনলক শুরু হওয়ার পর থেকে দেশে করোনা সংক্রমণের যে অনভিপ্রেত রেকর্ড গড়ার ধারা শুরু হয়েছে, তা বজায় থাকল রবিবারও। এদিন ফের রেকর্ড গড়ল নতুন COVID-19 আক্রান্তের সংখ্যা। তবে এর মধ্যেও স্বস্তির খবর, দেশে করোনাজয়ীর সংখ্যাটাও পেরিয়ে গিয়েছে ৪ লক্ষ।
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৪ হাজার ৮৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৭৩ হাজার ১৬৫ জন। এদের মধ্যে ৪ লক্ষ ০৯ হাজার ৮৩ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২ লক্ষ ৪৪ হাজার ৮১৪ জন । অর্থাৎ, সক্রিয় রোগীর থেকে এখন করোনাজয়ীর সংখ্যা প্রায় ১ লক্ষ ৩০ হাজার বেশি। সংক্রমণের নিরিখে ভারত এখনও চতুর্থ স্থানেই আছে । শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়া রয়েছে ভারতের উপরে। তবে সংক্রমণের সংখ্যায় রাশিয়াকে প্রায় ছুঁয়ে ফেলেছে ভারত।
আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬১৩ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৯ হাজার ২৬৮ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৪৮ হাজার ৯৩৪ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ৯৭ লক্ষ ৮৯ হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা পরীক্ষার হার লাগাতার বাড়ানোর চেষ্টা করছে সরকার।