২৪ ঘন্টায় আক্রান্ত ২২,৭৭১ জন, ভারতে করোনায় মৃত্যু বেড়ে ১৮,৬৫৫

ভারতে কোভিড-১৯ (Covid-19) নভেল করোনাভাইরাসের প্রকোপ অব্যাহত। দ্রুত বাড়ছে মৃত্যুর সংখ্যা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যাও, একইসঙ্গে সুস্থও হয়ে উঠছেন কোভিড-১৯ সংক্রমিত রোগী। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৪২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২,৭৭১ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৮,৬৫৫ জন এবং সংক্রমিত ৬,৪৮,৩১৫ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩,৯৪,২২৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬,৪৮,৩১৫ জন (সক্রিয় করোনা রোগী ২,৩৫,৪৩৩)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৬৫৫। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৩,৯৪,২২৭ জন। সুস্থতার হার ফের বাড়ল, এই মুহূর্তে ৬০.৮০ শতাংশ। এই মুহূর্তে সুস্থতা এবং মৃত্যুর হার ৯৫.৪৮ শতাংশ : ৪.৫২ শতাংশ।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১৮,৬৫৫ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ২০৬ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে একজন, অসমে ১৪ জন, বিহারে ৮০ জনের, চন্ডীগড়ে ৬ জন, ছত্তিশগড়ে ১৪ জন, দিল্লিতে ২৯২৩ জনের, গোয়া ৪ জন, গুজরাটে ১৯০৪ জনের, হরিয়ানায় ২৫৫ জনের, হিমাচল প্রদেশে ১০ জনের, জম্মু-কাশ্মীরে ১১৯ জনের, ঝাড়খণ্ডে ১৫ জনের, কর্ণাটকে ২৯৩ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২৫ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৫৯৩ জন, মহারাষ্ট্রে ৮,৩৭৬ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ২৯ জনের, পুদুচেরিতে ১২ জন, পঞ্জাবে ১৫৭ জন, রাজস্থানে ৪৪০ জনের, তামিলনাড়ুতে ১,৩৮৫ জন, তেলেঙ্গানায় ২৮৪ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ৪২ জন, উত্তর প্রদেশে ৭৪৯ জন এবং পশ্চিমবঙ্গে ৭১৭ জন প্রাণ হারিয়েছেন।


করোনা-আক্রান্তের নিরিখে দেশের মধ্যে এগিয়েই রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৯,২৯,৯০-এ পৌঁছেছে। দিল্লিতে আক্রান্ত ৯৪,৬৯৫, গুজরাটে ৩৪,৬০০, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২০,৪৮৮, উত্তর প্রদেশে ২৫,৭৯৭ এবং তামিলনাড়ুতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১,০২,৭২১। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, ততটাই দ্রুত গতিতে চলছে নমুনা পরীক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, ৩ জুলাই পর্যন্ত ৯৫,৪০,১৩২টি নমুনা পরীক্ষা হয়েছে। শুধুমাত্র ৩ জুলাই ২,৪২,৩৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.