প্রয়াত বলিউডের খ্যাতনামা ডান্স কোরিওগ্রাফার সরোজ খান, শোকের ছায়া বিনোদন জগতে

ফের দুঃসংবাদ বলিউডে। প্রয়াত বলিউডের খ্যাতনামা ডান্স কোরিওগ্রাফার সরোজ খান (Saroj Khan)। সম্প্রতি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভরতি হয়েছিলেন বান্দ্রার গুরু নানক হাসপাতালে। সুস্থও হয়ে উঠেছিলেন বলে জানা গিয়েছিল। তবে শেষরক্ষা আর হল না! বৃহস্পতিবার রাত ২টো নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের প্রিয় মাস্টারজি। শুক্রবার সকালে এই খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

বলিউড তো বটেই, তাঁর গুণমুগ্ধের সংখ্যা ছিল বিশ্বজোড়া। মৃত্যুকালে সরোজ খানের বয়স হয়েছিল ৭১ বছর। প্রসঙ্গত, শ্বাসকষ্টের সমস্যা থাকায় প্রথমটায় ভেবে নেওয়া হয়েছিল যে তিনি কোভিড আক্রান্ত। কিন্তু করোনা পরীক্ষা করালে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে।

ইরফান খান, ঋষি কাপুর, ওয়াজিদ খান এবং গত মাসে সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যুতে এমনিতেই বিষণ্ণ বলিউড। তার মধ্যে সরোজ খানের প্রয়াণ যেন অনেককেই অভিভাবকহীন করে দিল। তাঁর মৃত্যুতে যেন ইতি ঘটল বলিউডের একটা যুগের। এক সময় তাঁর হাত ধরেই উঠে এসেছিলেন বলিউডের প্রচুর তারকা। তাঁদের নাচের স্টেপে যখন আসমুদ্র হিমাচল দুলছে, তখন সেই নাচকে যেন পাথরের গায়ে খোদাই করে তুলতেন মাস্টারজি। ‘ডোলা রে’র ওই অসাধারণ কোরিওগ্রাফি, ‘ধক ধক’-এর ওই আবেদন, ‘হাওয়া হাওয়াই’য়ের ভঙ্গিমা, যেন কিছুতেই ভোলার নয়! নায়িকারা তাঁর কোরিওগ্রাফ করা নাচের নামেই বিখ্যাত হয়ে উঠতেন। মাধুরী হয়ে গেলেন ধক ধক গার্ল, হাওয়া হাওয়াই বললেই শ্রীদেবী ছাড়া কারও কথাই মনে আসে না। আর শেষ জীবনে ‘কলঙ্ক’-এর ‘তাবাহ হো গ্যায়ে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.