আক্রমণাত্বক মনোভাব চীনের কমিউনিস্ট পার্টির আসল চেহারা

গ্যালভান উপত্যকায় ভারত চীন সীমা বিবাদের নিন্দায় সরব হয়েছিল বিভিন্ন দেশ। করোনা ভাইরাস থেকে শুরু করে ভারতের সঙ্গে সীমা বিবাদ সবকিছুকে ঘিরে চীনকে কোণঠাসা করেছে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে চীনকে যোগ্য জবাব দিতে আবার ভারত সরকার ৫৯ টি চীনা অ্যাপ সম্পূর্ণ রূপে নিষিদ্ধ ঘোষণা করল ভারত থেকে। যার ফলে চরম বিপাকে এখন চীন সরকার।

হোয়াইট হাউসের (White House) প্রেস সচিব কালেলি ম্যাকেনি (Kayleigh McEnany) বলেন, আমেরিকার (America) রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) অনুযায়ী ভারত (India) আর অন্যান্য দেশের বিরুদ্ধে বেজিং এর আক্রমণাত্বক মনোভাব চীনের কমিউনিস্ট পার্টির আসল চেহারা। ভারত আর চেনের সেনার মধ্যে পূর্ব লাদাখে হওয়া সংঘর্ষ নিয়ে উনি বলেন, আমেরিকা এই পরিস্থিতিতে কড়া ভাবে নজর রাখছে। আর এই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের সমর্থন করে।

কালেলি ম্যাকেনি বলেন, ভারত আর চীনের মধ্যে চলা উত্তেজনা নিয়ে আমরা কড়া নজর রাখছি। রাষ্ট্রপতিও এই পরিস্থিতিতে কড়া নজর রাখছেন। উনি বলেন যে, চীন বিশ্বের অন্যান্য অংশে যেমন আক্রমণাত্বক মনোভাব পালন করছে, ঠিক তেমনই আক্রমণাত্বক মনোভাব ভারতের বিরুদ্ধেও দেখাচ্ছে। এই স্বভাব চীনের কমিউনিস্ট পার্টির আসল চেহারা উজাগর করে।

আরেকদিকে,  চীনের (China) ৫৯ টি অ্যাপ বন্ধ করা নিয়ে ভারতের (India) সমর্থনে পাশে দাঁড়ায় আমেরিকা (America)। মার্কিন যুক্ত রাষ্ট্র ভারতের এই পদক্ষেপের প্রশংসা করেছে। আমেরিকার বিদেশ মন্ত্রী মাইক পম্পিও বলেন, এই পদক্ষেপ ভারতের সার্বভৌম ক্ষমতা, অখণ্ডতা আর রাষ্ট্রীয় সুরক্ষাকে মজবুত করবে। আমেরিকার বিদেশ মন্ত্রী বলেন, আমরা চীনা মোবাইল অ্যাপ গুলোকে ভারতে ব্যান করার পদক্ষেপকে সমর্থন জানাচ্ছি। মাইক বলেন, এই অ্যাপ গুলো চীনের কমিউনিস্ট পার্টির নজরদারির অঙ্গ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.