সোমবার মুর্শিদাবাদের বহরমপুরে নির্বাচনী জনসভা করতে আসছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
দীর্ঘ টালবাহানার পর অবশেষে মুর্শিদাবাদ জেলায় আসছেন বিজেপির হেভিওয়েট নেতা। এর আগে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করতে আসার কথা থাকলেও আসতে পারেননি স্মৃতি ইরানি সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অবশেষে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সভা করতে না পারলেও এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে সভা করতে আসছেন যোগী আদিত্যনাথ।
যোগী আদিত্যনাথের সভাকে সফল করতে বদ্ধপরিকর জেলা বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপি নেতৃত্ব দাবি করছে প্রায় ৫০ থেকে ৬০ হাজার কর্মী সমর্থক আসবেন এদিনের সভায়। রবিবার সভাস্থল পরিদর্শন করতে আসেন জেলা বিজেপি সভাপতি গৌরী শঙ্কর ঘোষ। এদিন তিনি জানান, আগের মতো এবারও যোগী আদিত্যনাথের সভা বন্ধ করে দিতে চেষ্টা করেছিল জেলা প্রশাসন, কিন্তু বিজেপির অনবরত চাপে অবশেষে তারা অনুমতি দিতে বাধ্য হয়েছে। এদিন তিনি আরও বলেন এই সভায় যাতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী না উপস্থিত থাকতে পারেন, তাই প্রথমে হেলিকপ্টারের অনুমতি দিলেও পরে, তা নিয়ে টালবাহানা করছিল মমতা সরকার।