ভারত-চিন সীমান্ত ইস্যুতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র পাশে রয়েছে বহুজন সমাজ পার্টি (বিএসপি)। সোমবার জানিয়ে দিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। মায়াবতী এদিন বলেন, ভারত-চিন সীমান্ত ইস্যুতে বিজেপির পাশে রয়েছে বিএসপি। কিন্তু চিন ইস্যু নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগের যে ঘৃণ্য রাজনীতি চলছে, তা সঠিক নয়। তাঁদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের জন্য ক্ষতি হচ্ছে দেশের জনগণের।
পাশাপাশি করোনাভাইরাস সঙ্কট ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মায়াবতী বলেছেন, করোনাভাইরাস মহামারির জন্য দেশের জনগণ এমনিতেই সমস্যার মধ্যে রয়েছেন, তার উপর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দুর্ভোগ আরও বাড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের শীঘ্রই দেশে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ করা উচিত। প্রসঙ্গত, রবিবার বাদে বিগত ২২ দিনে প্রতিদিনই বাড়ছে পেট্রোল-ডিজেলের মূল্য। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর। ফলে চিন্তার মধ্যে রয়েছেন দেশের জনগণ।
2020-06-29