রোজই এনকাউন্টারের ঘটনা ঘটছে জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir)। আর তাতেই মিলছে সাফল্য। সোমবার ভোরের এনকাউন্টারে (Encounter) ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে জম্মু কাশ্মীরের অনন্তনাগে তিন জঙ্গি খতম হয়েছে। রবিবার রাতে নিরাপত্তাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে অনন্তনাগে কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে। খবর পেয়ে ভোর রাত থেকেই তল্লাশি অভিযান শুরু করেন তাঁরা। তাদের দেখতে পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয় এনকাউন্টার। বেশ কিছুক্ষণের গুলি বিনিময়ের পরে তিন জঙ্গিই খতম হয়েছে বলে জানা গিয়েছে। তিন জঙ্গির কাছে একে ৪৭ বন্দুক ও অন্যান্য আগ্নেয়াস্ত উদ্ধার হয়েছে। তারা কোন জঙ্গিগোষ্ঠীর তা এখনও জানা যায়নি।
এ প্রসঙ্গে জম্মু কাশ্মীরের পুলিশের ডিজি দিলবাগ সিং বলেছেন, “জম্মু-কাশ্মীরে জঙ্গি ঢোকাতে চাইছে পাকিস্তান। গোয়েন্দা রিপোর্ট অনুসারে পুঞ্চ এবং রাজৌরি সেক্টর দিয়ে উপত্যকায় জঙ্গি ঢোকাতে চাইছে হিজবুল, জইশ এবং লস্করের মতো জঙ্গি সংগঠন। এ কাজে পাকিস্তান সরাসরি তাদের সাহায্য করছে।” তিনি আরও বলেন, “মূলত নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালানোর এদের পরিকল্পনা। তবে নিরাপত্তারক্ষীরাও সব হামলার জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে।” সেনার তরফে জানানো হয়েছে জুন মাসে এখনও পর্যন্ত দক্ষিণ কাশ্মীরে ১৩টি এনকাউন্টার হয়েছে। খতম হয়েছে ৩৬ জন জঙ্গি।