পর পর ৷ রবিবার রক্তাক্ত হয়ে উঠল একের পর এক বিস্ফোরণে৷ কলম্বোর তিনটি চার্চ এবং দুটি বিলাসবহুল হোটেলে এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ৫২ জন নিহত এবং ২৮০ জন আহত বলে জানা গিয়েছে৷ তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে জানিয়েছেন, শ্রীলঙ্কার এই ঘটনার ওপর নজর রাখছে ভারত৷
ইতিমধ্যেই ইন্ডিয়া হাই কমিশন একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে৷ এই নম্বরে ফোন করে শ্রীলঙ্কায় ভারতীয় নাগরিকদের সাহায্যার্তে এই হেলপলাইন নম্বরগুলি হল-
+94777903082, +94112422788, +94112422789
কলম্বোর কচ্ছিকাড়ের সেন্ট অ্যান্থোনি চার্চে একটি বিস্ফোরণ ঘটে৷ কাতানার কাটুয়াপিটিয়ার একটি চার্চে আরও একটি বিস্ফোরণ হয়৷ সাংরিলা হোটেল এবং কিংসবারি হোটেলে বিস্ফোরণ হয় বলে পুলিশ জানিয়েছে৷
ইতিমধ্যেই বিস্ফোরণের বিভিন্ন ছবি উঠে এসেছে ট্যুইটার এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে৷ তবে কে বা কারা এই বিস্ফোরণের পিছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয়৷