বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের কোভিড-১৯ (Covid-19) পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। ভারতে সুস্থতার হারও উর্দ্ধমুখী। আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ভিডিও কনফারেন্সিং মারফত শ্রদ্ধেয় ডা: জোসেফ মার থোমা মেট্রোপলিটনের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী (Prime Minister)। ভারত এবং বিদেশের মার থোমা চার্চের বহু অনুগামী ভিডিও কনফারেন্সিংয়ে অংশ নেন।
শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, ডা: জোসেফ মার থোমাকে জন্মদিনের শুভেচ্ছা, তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। সমাজ ও জাতির স্বার্থে নিজের জীবন উৎসর্গ করেছেন জোসেফ মার থোমা। দারিদ্র দূরীকরণ এবং মহিলা ক্ষমতায়নে বিশেষভাবে আগ্রহী তিনি।
এরপর আত্মবিশ্বাসের সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অনেকেই বলেছিলেন ভারতে কোভিড-১৯ ভাইরাসের প্রভাব খুব মারাত্মক হবে। লকডাউন, সরকারের বিভিন্ন উদ্যোগ এবং জনগণের প্রচেষ্টায়, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের করোনা-পরিস্থিতি সন্তোষজনক। ভারতে সুস্থতার হারও উর্দ্ধমুখী। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ধোঁয়াহীন রান্নাঘর পেয়েছে ৮ কোটিরও বেশি পরিবার। বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রকল্প আয়ুষ্মান ভারত ভারতেই রয়েছে।