দেশে আনলক ওয়ান পর্বের মধ্যে দিয়ে চলেছে। তবে করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ কমেনি এতটুকুও। এখনও পর্যন্ত দেশে ৪ লক্ষ ৯০হাজার ৪০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫হাজার ৩০১ জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৪৮ জন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০৬ জনের। এই পরিস্থিতিততে আগামী ১২ আগস্ট পর্যন্ত সমস্ত ট্রেন পরিষেবা বাতিল করেছে রেল মন্ত্রক। যদিও বিশেষ ট্রেন যেমন চলছিল, তেমনই চলবে। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
সকাল ৯.১৮: লাগামহীন সংক্রমণ দেশে। গত ২৪ ঘণ্টায় ১৭,২৯৬ জন নতুন করে করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে ৪০৭ জনের। এনিয়ে দেশে করোনা পজিটিভের সংখ্যা ৪ লক্ষ ৯০ হাজারেরও বেশি। মৃত ১৫৩০১। স্বাস্থ্য মন্ত্রকের নয়া পরিসংখ্যানে মিলল তথ্য।
সকাল ৮.১৪: রেমডিসিভিরকে (Remdisivir) করোনা চিকিৎসার ওষুধ হিসেবে মান্যতা দিল ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। তবে শর্তসাপেক্ষে ওষুধটি ব্যবহারে ছাড় সংস্থার।
সকাল ৮.০৫: কিরঘিজস্তান থেকে দমদম বিমানবন্দরে ফেরা ১৫১ জন পড়ুয়াদের শেষ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে পাঠাল পুলিশ। ‘বন্দে ভারত মিশন’-এর আওতায় বৃহস্পতিবার অনেক রাতে তাঁরা নামেন দমদমে। এরপর পুলিশ তাঁদের কোয়ারেন্টাইনে নিয়ে যেতে চাইলে বাকবিতন্ডা বাঁধে। সেখান থেকে হাতাহাতিও হয়। ১৫১ জন পড়ুয়া বিমানবন্দরেই বিক্ষোভ দেখান। চারঘণ্টা পর তাঁদের হোম কোয়ারেন্টাইনে পাঠানোয় অনুমতি দেয় পুলিশ।
সকাল ৮: আজ থেকে তারকেশ্বর মন্দির খোলার সিদ্ধান্ত হলেও, শেষপর্যন্ত খুলল না মন্দির। সংলগ্ন এলাকায় নতুন করে ১০ জনের শরীরে করোনা সংক্রমণ হওয়ায় বৃহস্পতিবার রাতে সিদ্ধান্ত বদল করা হয়। কবে খুলব মন্দির, এখনও ঠিক হয়নি। বাতিল শ্রাবণী মেলাও।
সকাল ৭.৪৬: উত্তরপ্রদেশে আজ ‘আত্মনির্ভর ভারত’-এর উদ্বোধন। ভিডিও কনফারেন্সে সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যোগ দেবেন যোগী আদিত্যনাথ।
সকাল ৭.১৩: নয়ডা, হাপুর, বুলন্দশহর, মুজফ্ফরনগর-সহ দিল্লি সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় রাত্রিকালীন কারফিউয়ের নিয়ম বদল। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কারফিউ। মাস্ক ছাড়া রাস্তায় বেরলেই জরিমানা।
সকাল ৭: মেক্সিকোয় উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। মৃতের সংখ্যা ছাড়াল ২৫০০০, আক্রান্ত দু লক্ষ। এএফপি সূত্রে খবর।