রাজ্যে প্রার্থী হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের সভামঞ্চ থেকে এমনই গুঞ্জন উঠল। সূত্রের খবর, রাজ্যের কোনও একটি আসনে প্রার্থী হওয়ার জন্য মোদিকে অনুরোধ করেছে বিজেপির বঙ্গ ব্রিগেড। স্বয়ং মুকুল রায় মোদিকে এই প্রস্তাব দেন শনিবার।
উল্লেখ্য, এতদিনে সবার জানা যে এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ বিজেপির টার্গেট। রাজ্যে পদ্ম ফোটাতে সবরকমভাবে তৎপর হতে দেখা যাচ্ছে গেরুয়া শিবিরকে। এইসঙ্গে তারা দুই দফার পর আত্মবিশ্বাসীও বটে। এমত অবস্থায় প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেলেও মোদিকে রাজ্যে দাঁড়ানোর প্রস্তাব দেন মুকুল। সূত্রের খবর, সভা শেষে প্রথমে মুকুল, পরে কৈলাশ বিজয়বর্গীয়ও এই প্রস্তাব দেন। রাজ্য নেতৃত্বের মতে প্রথম দু’দফার পর বিজেপি অ্যাডভান্টেজ পজিশনে আছে, এমত অবস্থায় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে দাঁড়াল রাজ্যে গেরুয়া শিবিরের গুরুত্ব অনেকখানি বেড়ে যাবে।