দেশজুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
একাধিক পদক্ষেপ নিলেও কোনোভাবেই রোধ করা যাচ্ছে না মারণ ব্যাধির দৌরাত্ম্য। দেশজুড়ে গত ২৪ ঘন্টায় ১৫৪১৩ জন আক্রান্ত হয়েছে। নিহত ৩০৬ বলে রবিবার সকালে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রতর তরফেই জানানো হয়েছে যে করোনায় এখনো পর্যন্ত সব মিলিয়ে আক্রান্ত হয়েছে ৪১০৪৬১। নিহত
১৩২৫৪। এর মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৬৯৪৫১।সুস্থ হয়ে উঠেছে ২২৭৪৫৬।গোটা দেশের
সবথেকে বেশি খারাপ অবস্থা মহারাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
১২৮২০৫। সক্রিয় আক্রান্ত ৫৮০৬৮। সুস্থ হয়ে উঠেছে ৬৪১৫৩।রাজ্যের মৃতের সংখ্যা ৫৯৮৪।
এর পরেই রয়েছে তামিলনাডু।যেখানে আক্রান্ত যেখানে আক্রান্ত ৫৬৮৪৫। তৃতীয় স্থানে দিল্লি।যেখানে
আক্রান্ত ৫৬৭৪৬।