আরও এক তৃণমূল বিধায়কের শরীরে মিলল করোনার সংক্রমণ। এবার নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদার (Joydev Haldar)। শুক্রবার রাতেই বিধায়কের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
দিন কয়েক ধরেই অসুস্থ ছিলেন মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদার। চিকিৎসকরাই তাঁর করোনা পরীক্ষার পরামর্শ দেন। নমুনা পরীক্ষার রিপোর্ট আসতেই তাঁর করোনার সংক্রমণ ধরা পড়ে।
ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বিধায়ককে। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ করছে স্বাস্থ্য দফতর। প্রত্যেককে কোয়ারেন্টাইনে রাখা হবে।
এর আগেও তৃণমূলের একাধিক বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন। দমকলমন্ত্রী সুজিত বসুও করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও সুস্থ হয়ে এখন তিনি বাড়িতে রয়েছেন।
করোনায় সংক্রমিত হয়েছেন ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষও। পানিহাটির তৃণমূল বিধায়কও করোনায় সংক্রমিত হয়েছেন।
রাজ্যে ক্রমেই ছড়াচ্ছে সংক্রমণ। বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুক্রবারের সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন।
সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩,০৯০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। মৃতের সংখ্যা বেড়ে ৫২৯।