আগেও বহুবার বলেছেন, প্রধানমন্ত্রীর মুখে ফের একই আত্মবিশ্বাসের সুর শোনা গেল। প্রধানমন্ত্রী ফের জানিয়ে দিলেন কোভিড-১৯ সঙ্কটকে সুযোগে পরিণত করবে ভারত(India)। কোভিড-১৯ (covid-19)ভারতকে আত্মনির্ভর হতে শিখিয়েছে, আমদানির ক্ষেত্রে অন্যের উপর নির্ভরতা কমাবে ভারত। ‘আত্মত্মনির্ভর ভারত অভিযান’ প্রকল্পে বৃহস্পতিবার ৪১টি কয়লা খনির বাণিজ্যিকীকরণের সূচনা করেন প্রধানমন্ত্রী। তারপরই প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ সঙ্কটকে সুযোগে পরিণত করবে ভারত। কোভিড-১৯ ভারতকে আত্মনির্ভর হতে শিখিয়েছে, আমদানির ক্ষেত্রে অন্যের উপর নির্ভরতা কমাবে ভারত। এনার্জি সেক্টরে ভারতকে আত্মনির্ভরশীল করার জন্য আজ বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, শক্তিক্ষেত্রে ভারতকে স্বনির্ভর করতে ‘বিরাট পদক্ষেপ’ কর হয়েছে।
দুই ধাপে মোট ৪১টি কয়লা খনি বেসরকারি হাতে তুলে দিতে ইলেকট্রনিক নিলাম প্রক্রিয়া চালু করেছে কেন্দ্র। বৃহস্পতিবার তার সূচনা করেন প্রধানমন্ত্রী। করোনাভাইরাস এবং লকডাউনের জেরে অর্থনীতির ঘাটতি সামাল দিতে ‘আত্মনির্ভর ভারত অভিযান’ প্রকল্পে ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। কয়লা ক্ষেত্রেও বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার পর প্রধানমন্ত্রী বলেন, ‘‘কয়লার বাজার এখন উন্মুক্ত। এটা সব ক্ষেত্রকেই সাহায্য করবে।” প্রধানমন্ত্রীর কথায়, ২০৩০ সালের মধ্যে প্রায় ১০০ মিলিয়ন টন কয়লা গ্যাসীয়করণের লক্ষ্য রেখেছি আমরা। আমাকে বলা হয়েছে, এ জন্য চারটি প্রকল্প চিহ্নিত করা হয়েছে এবং প্রায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।
2020-06-18