নমো এখন ব্র্যাণ্ড৷ নমো টিভি থেকে নমো ব্র্যাণ্ডের জামা কাপড়, খাবার দাবার সবই সহজলভ্য৷ তবে এই তথ্যটি বোধহয় অতি বড় নমো সমর্থকও জানেন না৷ ২০১৪ সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী পদে বসার পর গোটা দেশে মোট ২৭টি গ্রাম নরেন্দ্র মোদীর নামে রাখা হয়েছে৷

মধ্যপ্রদেশ
এই রাজ্যের মধ্যেই মোদীর নামে রাখা ৯টি গ্রাম রয়েছে৷ দেশের মধ্যে সবচেয়ে বেশি৷ সাজপুর, নিমুচ, উজ্জ্বয়ন ও মান্দাসৌর জেলায় রয়েছে এই গ্রামগুলি৷ নাম হল খেরজা মোদী, খেড়া মোদী, খাইরা মোদী ও খেরিয়া মোদী৷

রাজস্থান:
এই রাজ্যে আজমেঢ়ে থাকা দুটি গ্রাম, ঝুনঝুনুন ও উদয়পুরে অবস্থিত একটি করে গ্রামের নাম রাখা হয়েছে নরেন্দ্র মোদীর নামে৷ এছাড়াও নাগৌর জেলার দুটি গ্রাম মোদী চরণ ও মোদী খুর্দ সেই পরিচয়ই বহন করছে৷

ঝাড়খণ্ড
এই রাজ্যের দিকে তাকালে দেখা যাবে মোদীর নামে রয়েছে তিনটি গ্রাম৷ রয়েছে দেওঘরের মোদী বন্দ, গোড্ডা ও হাজারিবাদ জেলায় রয়েছে মোদী চক৷

উত্তরপ্রদেশ
তালিকা থেকে বাদ যায়নি উত্তরপ্রদেশও৷ গাজিয়াবাদ জেলায় রয়েছে একটি গ্রাম, যার নাম আবদুল্লাহ মোদী৷

উত্তর-পূর্ব
মণিপুরের চান্দেল জেলায়র একটি গ্রামেও রয়েছে মোদীর ছোঁয়া৷ তবে এখানেই শেষ নয়, উত্তরাখণ্ডের পিথোরগড়, হরিয়ানার সিরশা, অরুণাচল প্রদেশের আপার সিয়াং, ছত্তিশগড়ের উত্তর বস্তার কানকের, অন্ধ্রপ্রদেশের আদিলাবাদ ও পঞ্জাবের ফিরোজপুরে একটি করে গ্রাম মোদীর নামে রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.