তৃণমূলের হয়ে প্রচার করায় ফিরদৌসের পর বাংলাদেশি অভিনেতা নুরকে ভারত ছেড়ে বাংলাদেশ ফিরে যাওয়ার নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তাঁর ভিসার মেয়াদও ফুরিয়ে গিয়েছিল। সেক্ষত্রেও তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করবে স্বরাষ্ট্রমন্ত্রক। নয়াদিল্লি এ কথা জানিয়ে দিয়েছে নবান্নকে। জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ হাই কমিশনকেও।
রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের সমর্থনে রোড শো এবং সভা করেছিলেন বাংলাদেশি অভিনেতা ফিরদৌস। সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় তোলপাড়। প্রশ্ন ওঠে কী করে একজন বাংলাদেশি নাগরিক বিজনেস ভিসা নিয়ে ভারতে এসে রাজনৈতিক কর্মসূচি করেন? কমিশনে বিজেপি। নড়েচড়ে বসে নয়াদিল্লি। বিদেশমন্ত্রক ব্ল্যাক লিস্টেড করে দেয় ফিরদৌসকে। নোটিস পাঠিয় বলে দেয় এক্ষুণি দেশ ছাড়তে হবে। আর রায়গঞ্জের ভোটের দিনই নুরের বিরুদ্ধে পদক্ষেপ করল স্বরাষ্ট্রমন্ত্রক। যশোরে ফিরে যেতে হবে তাঁকে।
ফিরদৌসের ছবি প্রকাশ্যে আসার পরের দিনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নুরের ছবি। দেখা যায়, দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে কামারহাটি এলাকায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে রোড শো করছেন জনপ্রিয় বাংলা ধারাবাহিক রানি রাসমণির লিড চরিত্র ‘রাজচন্দ্র।’ এর পরই শুরু হয় বিতর্ক।
টেনশনে পড়ে যান তরুণ এই অভিনেতাও। দ্য ওয়াল-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান, তিনি জানতেনই না মদন মিত্র তাঁকে ভোটের প্রচারে নিয়ে যাবেন। নুর বলেন, “আমি মদনদার দক্ষিণেশ্বরের বাড়িতে গিয়েছিলাম। দাদা বলল, একটা কাজ আছে চল। ওটা সেরেই তোকে নামিয়ে দেব।” কাতর গলায় রবীন্দ্রভারতীর সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের ছাত্র বলেন, “আমি যদি জানতাম ভটের প্রচারে নিয়ে যাবেন দাদা, আমি যেতাম না।”
যশোরের ছেলে নুর। বাংলাদেশের বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা। তাঁর মা যখন বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন, তখন অসুস্থ হয়ে পড়েছিলেন। সাহায্য করেছিলেন মদন মিত্র। সেই থেকেই প্রাক্তন মন্ত্রীর সঙ্গে তাঁর আলাপ বলে জানিয়েছিলেন এই অভিনেতা। গোটা ঘটনা নিয়ে তোলপাড় শুরু হতেই তিনি মদন মিত্রকে জানিয়েছিলেন। সেই সময় মদন তাঁকে বলেছিলেন, ‘চাপ নিস না।’ কিন্তু শেষ পর্যন্ত দেশ ছাড়তে হবে তাঁকে। ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় আরও শাস্তি হয়তো পেতে হবে তরুণ এই অভিনেতাকে। নোটিস জারি হওয়ার পর তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি ফোন তোলেননি। জবাব দেননি হোয়াটসঅ্যাপেও। তাঁর প্রতিক্রিয়া পাওয়া গেলে এই প্রতিবেদনে আপডেট করা হবে।