ফের একবার দেশবাসীর মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী ২১ তারিখ অর্থাৎ রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। জানা যাচ্ছে, সকালে এই দেশবাসীর মুখোমুখি হবেন। আগামী রবিবার ২১ তারিখ আন্তজাতিক যোগ দিবস। মনে করা হচ্ছে, যোগ দিবসকে মাথায় রেখেই তাঁর ভাষণ হবে হয়তো।
আর বর্তমানে করোনার গ্রাসে ভারত। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে যোগ কীভাবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে সেই বিষয়ে হয়তো বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশবাসীর সামনে তুলে ধরতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও কিছু যোগা হয়তো করেও দেখাতে পারেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, এর আগে যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সবার সঙ্গে মিশে যোগ করতে দেখা গিয়েছে। শুধু তিনি নিজে নয়, তাঁর মন্ত্রী পরিষদ সহ বিজেপির তাবড় নেতাদের যোগ দিবসে অংশ নিতে দেখা গিয়েছে। তবে এবার পরিস্থিতি আলাদা। করোনার আতঙ্ক। এই পরিস্থিতিতে যোগ দিবস পালন করবে দেশবাসীল। তবে সবটাই ভার্চুয়াল মাধ্যমে হতে পারে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি, যেভাবে ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগ জায়গায় যাচ্ছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে কেন্দ্রীয় সরকারের কপালেও। আর সেই কারণে দফায় দফায় মন্ত্রিসভার বৈঠক করছেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিচ্ছেন। শুধু তাই নয়, দু’দফায় দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন। রাজ্যগুলির করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। তথ্য নিচ্ছেন। সূত্র বলছে, নতুন করে লকডাউন বাড়তে পারে। সেই বিষয়েও কিছু হয়তো জানাতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, লাদাখে ভারত-চিন সীমান্তে মুখোমুখি দু’দেশের সেনাবাহিনী। সোমবার রাতে রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের ২০ জন সেনা-জওয়ান শহিদ হয়েছে। যদিও সীমান্তের ওপারেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যাঘাত-প্রতিশোধের আগুনে ফুঁসছে গোটা দেশ। এই পরিস্থিতিতে ভারতের পরিস্থিতি কি হবে সেই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশবাসীকে কিছু জানাতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সেই সম্ভাবনা অনেকটাই কম বলে মনে করা হচ্ছে।