ভারত(India)-চিন (china)সীমান্তে সংঘাত চরমে। এবার উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রসংঘের প্রতিনিধি। মঙ্গলবার রাতেই উদ্বেগ প্রকাশ করলেন তিনি।
রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেলের মুখপাত্র বলেন, ‘ভারত ও চিনের মধ্যে সংঘর্ষ ও মৃত্যুর খবরে আমরা উদ্বিগ্ন। দুই দেশেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
মঙ্গলবার সকালেই খবর আসে সীমান্তে তিন ভারতীয় সেনা শহিদ হয়েছেন। কিন্তু রাতে সরকারি সূত্রে জানা গিয়েছে, সংখ্যাটা তিন নয় আসলে ২০।
উচ্চপর্যায়ের সূত্রের মাধ্যমে স্ংবাদসংস্থা ইণ্ডিয়া টুডেকে জানিয়েছে, ২০ জন জওয়ান শহিদ হয়েছেন এবং তা আরও বাড়তে পারে।
এদিকে চাইনিজ আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের মতে ইন্দো-চিন সীমান্ত সংঘাতে ভারত দায়ি। তিনি জানিয়েছেন, “গালোয়ান ভ্যালি চিনের, সবসময় চিনই দায়িত্ব পালন করেছে”।
মঙ্গলবার সকালে চিন সীমান্তের এই সংঘাতের খবর প্রকাশ্যে আসে। ইতিমধ্যে ভারতীয় সেনার তরফে দেওয়া হয়েছে বিবৃতিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, চিনের সেনার আঘাতেই শহিদ হয়েছে ভারতের তিন ভারতীয় সেনা। চরম অস্বস্তিতে বেজিং সরকার। এরপরেই ভারতের বিরুদ্ধে পালটা অভিযোগ তুলছে চিন।