পূর্ব লাদাখে মূল নিয়ন্ত্রণরেখা এলএসিতে দুই দেশের সেনার মধ্যে উত্তেজনা কম করার জন্য ক্রমাগত হয়ে চলা সামরিক বৈঠকের মাঝেই সোমবার গভীর রাতে গলবনে দুই দেশের সেনার পিছু হটার প্রক্রিয়া চলাকালীন সংঘর্ষ বেধে যায়। সেই সময় ধূর্ত চিনা সেনার ছোড়া গুলিতে শহীদ হন এক কর্নেল ও তিন জওয়ান। ১৯৭৫ সালের পর এই প্রথমবার চিনা সেনার ছোড়া গুলিতে ভারতীয় সেনার এক আধিকারিক (কর্নেল) এবং তিন জওয়ানের শহীদ হলেন। সোমবার সকালেও দুই দেশের সামরিক পর্যায় বৈঠক হয়। ব্রিগেডিয়ার এবং কর্নেল পর্যায় বৈঠকে গলবন এবং হট স্প্রিং – এ পেট্রোলিং পয়েন্ট ১৪ এবং ১৭ দুই ফেস অফ পয়েন্ট নিয়ে আলোচনা হয়। ফিংগার ৪ থেকে সরতে নারাজ ছিল চিনা সেনা। এর আগেও একই ইস্যুতে আলোচনা হয়েছিল। ফিংগার ৪ বসে থাকা চীনা সেনা ভারতীয় পেট্রোলিং টিমকে আগে যেতে দিচ্ছে না। এই ইস্যুও সোমবারের বৈঠকে উত্থাপন করা হয় শনিবার সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নায়ার জানিয়েছেন, বৈঠকের মাধ্যমেই দুই দেশের সীমান্ত বিবাদ মিটে যাবে চিনা সেনা আবার নিজেদের পূর্ব অবস্থানে চলে যাবে বলে আশা প্রকাশ করেছিলেন তিনি।
2020-06-16