ভারতে (India) ফের বাড়ল কোভিড-১৯ (Covid-19) ভাইরাসের সংক্রমণ, এক ধাক্কায় অনেকটাই বাড়ল মৃত্যুও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০,৬৬৭ জন, আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৩৮০ জন করোনা-সংক্রমিত রোগীর। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৯,৯০০ এবং সংক্রমিত ৩,৪৩,০৯১ জন। সুস্থও হয়ে উঠছেন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত রোগীরা। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,৮০,০১৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩,৪৩,০৯১ জন (সক্রিয় করোনা রোগী ১,৫৩,১৭৮)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৯০০। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১,৮০,০১৩ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৯,৯০০ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৮৮ জনের মৃত্যু হয়েছে, অসমে ৮ জনের, বিহারে ৪০ জনের, চন্ডীগড়ে ৬ জন, ছত্তিশগড়ে ৮ জন, দিল্লিতে ১৪০০ জনের, গুজরাটে ১৫০৫ জনের, হরিয়ানায় ১০০ জনের, হিমাচল প্রদেশে ৮ জনের, জম্মু-কাশ্মীরে ৬২ জনের, ঝাড়খণ্ডে ৮ জনের, কর্ণাটকে ৮৯ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২০ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৪৬৫ জন, মহারাষ্ট্রে ৪,১২৮ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ১১ জনের, পুদুচেরিতে ৫ জন, পঞ্জাবে ৭১ জন, রাজস্থানে ৩০১ জনের, তামিলনাড়ুতে ৪৭৯ জন, তেলেঙ্গানায় ১৮৭ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ২৪ জন, উত্তর প্রদেশে ৩৯৯ জন এবং পশ্চিমবঙ্গে ৪৮৫ জন প্রাণ হারিয়েছেন।
মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান, পশ্চিমবঙ্গ-এই রাজ্যগুলির করোনা-পরিস্থিতি রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১১০৭৪৪, দিল্লিতে ৪২৮২৯, তামিলনাড়ুতে আক্রান্ত ৪৬৫০৪, রাজস্থানে সংক্রমিত ১২৯৮১ এবং পশ্চিমবঙ্গে সংক্রমিত ১১৪৯৪।
2020-06-16