নোভেল করোনাভাইরাসে (corona virus)আক্রান্ত এক ব্যক্তির গত ১৫ দিন ধরে খোঁজ মিলছে না। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল ঘুরেও স্বজনের খোঁজ পাচ্ছে না দিশেহারা পরিবার। এমনকী গত ১৫ দিন ধরে করোনা আক্রান্ত ওই ব্যক্তির মোবাইল ফোনটিও সুইচ অফ মোডে রয়েছে। পরিবারের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও ফল মেলেনি।
করোনা আক্রান্ত এক ব্যক্তি গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন হায়দরাবাদে। তাঁর পরিবারের সদস্যদের দাবি, করোনা আক্রান্ত হওয়ার পর ওই ব্যক্তিকে গত ৩০ মে হায়দরাবাদের গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে হাসাপাতেল বর্তির পর থেকেই সেই ব্যক্তির আরও কোনও হদিশ মিলছে না।
পরিবারের ওই সদস্যদের খোঁজে একাধিকবার গান্ধী হাসপাতালের দ্বারস্থ হয়েছেন পরিবারের বাকি সদস্যরা। আক্রান্ত ব্যক্তির সম্পর্কে হাসপাতালের তরফেও কোনও সদুত্তর মেলেনি বলে দাবি পরিবারটির।
এমনকী প্রশাসনের দ্বারস্থ হলেও তাঁরাও নিখোঁজ ব্যক্তির কোনও সন্ধান দিতে পারেননি বলে দাবি পরিবারের সদস্যদের।
পরিজনের সন্ধানে এবার তাঁর ছবি হাতে হাসপাতাল চত্বরে খোঁজ নেওয়া শুরু করেছেন পরিবারের সদস্যরা। প্রশাসনের উপর আস্থা প্রায় হারিয়েই ফেলেছে পরিবারটি। নিজেরাই তৎপর হয়ে স্বজনের খোঁজ করে চলেছেন তাঁরা।