ভারতী ঘোষকে হেনস্তা করার জন্য ওখানে রাজীব কুমারকে বসিয়ে রাখা হয়েছে। এটা অনৈতিক। আজ সকালে মালদার গাজোলে নির্বাচনী জনসভায় যোগ দিতে এসে এ কথা বললেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন তিনি মালদার গাজোল সামসী ও পাকুয়া হাটে খগেন মুর্মুর সমর্থনে তিনটি জনসভা করেন। এই সভায় সারদা নারদা সহ চিটফান্ডের বড় বেনিফিসারি বলে তোপ দাগেন মমতা বন্দোপাধ্যায়কে। কারণ সুদীপ্ত সেন ও গৌতম কুন্ডুর সঙ্গে তিনিও ডেলোতে ছিলেন। পাশাপাশি ক্ষমতায় এলে সিভিক ভলান্টিয়ারদের পূর্নবাসন সহ চাকুরির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। এই নির্বাচনে বেশি আসন পেয়ে দিল্লিতে সরকার গড়বে মোদী সরকার।
পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় লুটপাট হয়েছিল। তখনো জেলার পুলিশ সুপার ছিলেন অর্ণব ঘোষ। পুলিশ সুপার ও জেলা শাসক সেই সময় চোখ বন্ধ করে বসে ছিলেন। এবার তা হবে না। প্রতিটা মানুষ নির্ভয়ে ভোট দেবে। কেন্দ্রীয় বাহিনী প্রতিটা বুথ পাহারা দেবে। মালদার গাজোলে জনসভা থেকে একথা বললেন বিজেপি নেতা মুকুল রায়।
যখন সারদার কানডে শিট গঠন হয়েছিল সেই সময় বিধান নগরের ডিসিপি ছিলেন অর্ণব ঘোষ। রাজীব কুমারকে কিছু প্রশ্ন করলেই সে বলে আমি কিছু জানি না সব অর্ণব জানে। অর্ণব জানে মমতার ভজনা করতে। তা করলেই সে বেঁচে যাবে। আর সেই কারণেই পঞ্চায়েত নির্বাচনে চোখ বুঁজে বসেছিল। মালদার সামসীর জনসভা থেকে আবার জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষকে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়।