লোকসভা নির্বাচন পর্ব যত এগোবে, বিজেপির স্টার ক্যাম্পেনারদের প্রচার বাড়বে রাজ্যে৷ পশ্চিমবঙ্গে সাতদফা ভোট পর্বের প্রতিদিনই বিজেপির ‘স্টার ক্যাম্পেনার’রা প্রচার করবেন৷ ভোট চলাকালীন সেই কেন্দ্রে থেকে দূরের কোনও কেন্দ্রে ওই নেতারা প্রচার করবেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ থেকে রাজনাথ সিং – নির্বাচনের দিনগুলিতে রাজ্যে উত্তপ্ত ভাষণ দিতে আসছেন বিজেপি নেতারা৷ রাজ্য থেকে বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা বলেছেন, ‘‘এটা হল কার্পেট বম্বিং৷ চলছে৷ চলবে৷’’ বিজেপি সূত্রে খবর, নির্বাচন যত এগোবে, মমতার দুশ্চিন্তা বাড়াতে রাজ্যের দিকে দিকে ঢালাও সভা করবেন মোদী, শাহ, রাজনাথ, যোগীরা৷
রাজ্য বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি দফার আগেই প্রচারে আসবেন৷ দুটি বা তার বেশি জনসভা করবেন৷ মোট সাত-আটটি জনসভা করতে পারেন মোদী৷ কিছুদিন গেই ব্রিগেডে কলকাতায় জনসভা করে গিয়েছেন মোদী৷ ১৯ মে’র আগে কলকাতায় মোদীর আরও দুটি জনসভা হতে পারে ৷
১১ এপ্রিল প্রথম দফার নির্বাচনের দিনই রাজ্যে প্রচার সভা করেছিলেন অমিত শাহ৷ দার্জিলিংয়ের কালিম্পংয়ে ওই সবায় বিজেপি প্রা্থী রাজু সিং বিস্তের সমর্থনে প্রচার করেন অমিত৷ ওইদিনই উত্তরবঙ্গে কোচবিহার এবং আলিপুরদুয়ারে প্রথম দফার ভোট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ ১১ এপ্রিল উত্তরবঙ্গের রায়গঞ্জেও জনসভা করেছেন অমিত৷ বিজেপির দাবি বামফ্রন্টের রায়গঞ্জ কেন্দ্র তাদের জন্য এবার সম্ভাবনাময়৷
মনে রাখতে হবে প্রথম দফার নির্বাচনের আগে ৩ এপ্রিল এবং ৭ এপ্রিল নরেন্দ্র মোদী রাজ্যে ৩টি জনসভা করেছেন৷ ৩ তারিখ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং জলপাইগুড়ির কাওয়াখালিতে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের মাঠে জনসভা করেছেন৷
২০ এপ্রিল বালুরঘাটের বুনিয়াদপুরে জনসভা করবেন নরেন্দ্র মোদী৷ ২৩ এপ্রিল তৃতীয় দফার নির্বাচনের দিনই ফের রাজ্যে আসবেন মোদী৷ বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গীপুর এবং মুর্শিদাবাদে তখন নির্বাচন চলবে৷ কিন্তু আসানসোলে বিজেপির মন্ত্রী বাবুল সুপ্রিয়র সমর্থনে প্রচার সভা করবেন মোদী৷ অনুব্রত মণ্ডলের গড়ে জনসভা করবেন নরেন্দ্র মোদী ২৪ এপ্রিল৷ বীরভূমের বোলপুর মোদী জনসভা করবেন৷ বীরভূম থেকে বেরিয়েই নরেন্দ্র মোদী চলে আসবেন নদীয়াতে৷ ওইদিনই নদীয়ার রানাঘাটে জনসভা করবেন মোদী৷
দ্বিতীয় দফার নির্বাচন৷ রাজ্য়ের জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ- এই তিন লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে৷ এর মাঝেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দক্ষিণবঙ্গে তিন জায়গায় জনসভা করবেন৷ হাওড়ার উলুবেড়িয়ায় আমতা স্পোর্টিং ক্লাবের মাঝে দুপুর ১২টায় বক্তব্য রাখবেন রাজনাথ, বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে৷ অন্যদিকে, মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণকেন্দ্রে রাজনাথের সভা হবে৷ মালদহ উত্তরের চাঁচলের কলমবাগান মাঠে সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ এরপর মালদহ দক্ষিণ কেন্দ্রের প্রার্থীর জন্য মালদহ শহরেরই ডিস্ট্রিক্ট স্পোর্টস অথরিটির মাঠে তিনি জনসভা করবেন৷