দিল্লিতে করোনা মোকাবিলায় কঠোর পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। ৭৫ মিনিটের রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে আগামী ছয়দিনে
তিনগুণ বেশি গতিতে করোনা পরীক্ষা করাতে হবে। এদিন বৈঠক শেষে নিজের টুইট বার্তায় অমিত শাহ লেখেন, আগামী দুই দিনে করোনা পরীক্ষার গতি দুইগুণ করতে হবে। তার পর থেকে করতে হবে তিনগুণ। কয়েকদিনের মধ্যে
প্রতিটি কন্টেনমেন্ট জোনের প্রতিটি বুথে করোনা পরীক্ষা শুরু হবে। দিল্লিতে করোনা চিকিৎসার শয্যা বাড়ানোর জন্য রেলের ৫০০ টি কোচকে ব্যবহার করতে হবে। সমস্ত সুবিধা যুক্ত এই সকল কোচে সব মিলিয়ে থাকবে ৮০০০ শয্যা। উল্লেখ করা যেতে পারে করোনা দিল্লিতে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯৫৮। মৃত্যু হয়েছে ১২৭১ জনের।
2020-06-14