ভারতে লোকসভা নির্বাচনে (Lok Sabha elction) জইশ এ মহম্মদ (Jaish-e-Mohammed ) জঙ্গি সংগঠনের জঙ্গিরা ভারতে বড়সড় হামলার পরিকল্পনা করছে। গোপন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, জইশ এর জঙ্গিরা কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলার পরিকল্পনায় আছে। ২২ থেকে ২৫ এপ্রিলের মধ্যে জইশ এর জঙ্গিরা সেনার সাথে সাথে সাধারণ মানুষকেও নিশানা বানাতে পারে।
গোয়েন্দা সংস্থা থেকে দেওয়া তথ্যতে বলা হয়েছে, এর আগে এপ্রিল মাসের প্রথম দুই সপ্তাহে জম্মু আর কুপওয়ারাতেও হামলার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু নির্বাচন উপলক্ষে সেখানে কড়া সুরক্ষা থাকার ফলে তাঁদের এই ষড়যন্ত্র সফল হয়নি। তাছাড়াও গত ১৪ই এপ্রিল শ্রীনগরে জঙ্গি হামলার পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু সেবারও তাঁদের পরিকল্পনা বিফলে যায়। তাই এবার জঙ্গিরা ভোটিং এর দিনে হামলা করার সুযোগ খুঁজছে।
পাওয়া তথ্য অনুযায়ী, পুলওয়ামা হামলার (Pulwama Attack) পরে আরও অনেক গুলো বড়সড় হামলার ছক কষা হয়েছিল, কিন্তু সেগুলো সফল হয়নি। জঙ্গিরা এখন লাগাতার উপতক্যার পরস্থিতি খারাপ করার ষড়যন্ত্র করেই চলেছে।