পশ্চিমবঙ্গে দশ হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

ফের ঊর্ধ্বমুখী পশ্চিমবঙ্গে (West Bengal) করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার পেরোলগত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হন ৪৭৬জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে রাজ্যে ৯ জনের। সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় বাড়ি গিয়েছেন ২১৮জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ৫৫৮৭। শুক্রবার এমনটাই জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিনে। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,২৪৪ জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৪২০৬জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫১জনের। গত ২৪ ঘণ্টায় ৪১.০৫ শতাংশ সুস্থ হয়েছ।  এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে পাওয়া গিয়েছে ১১১টি নতুন কেস। কলকাতা থেকে পাওয়া গেছে মোট ৩৩৫৬টি কেস। গত ২৪ ঘণ্টায় ২০জন্য সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ১৩২৩জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৪জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ২৮৩জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ১৭৫০জন। বাকি মৃতদের মধ্যে একজন হাওড়া, একজন নদিয়া, একজন দক্ষিণ ২৪ পরগনা, দুজন হুগলির বাসিন্দা। 

এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৮হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ১৫হাজার ৬৯৯টি। এখন রাজ্যে ৪৫টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই পরিস্থিতিতে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্তবাস রয়েছেন ১৭হাজার ৩৬জন। সরকারি একান্তবাস থেকে ছুটি পেয়েছেন, ৭৭হাজার ৯৪৭জন। এখন বাড়িতে একান্তবাসে রয়েছেন ১লাখ ৫৭হাজার ২৮৯জন।বাড়িতে একান্তবাসের নজরদারি শেষ হয়েছে, ১লাখ ১৫হাজার ২৭৩জনের। এদিকে পরিযায়ী শ্রমিকদের জন্য সারা রাজ্য জুড়ে ১০ হাজার ৯৪৬ টি  প্রাতিষ্ঠানিক একান্তবাস বানানো হয়েছে। যেখানে রয়েছেন, ১ লাখ ৫হাজার ৮৪২ জন। এখান থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬৯৫জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.