বাম-শাসিত কেরলে (Kerala) “উদীয়মান” শক্তি হিসেবে দেখা দিল বিজেপি (BJP)।কংগ্রেস জোট ইউডিএফ এবং বাম জোট এলডিএফ পালা করে কেরলের শাসন ক্ষমতা ভোগ করেছে এতদিন।সেই ‘ঐতিহ্য’ ধুলোয় মিশিয়ে কেরলের স্থানীয় প্রশাসনে ক্ষমতায় এলো বিজেপি।স্থানীয় পালাক্কাদ পুরসভায় জয়লাভ করেছে বিজেপি।এবং পুরমাতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শ্রীমতি প্রমীলা শশীধরণ।তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউডিএফের প্রিয়াকে বিপুল ভোটে পরাজিত করেছেন।কেরলের সাধারণ নির্বাচনের ক্ষেত্রে অনেকে একে অসাধারণ ফলাফল বলে উল্লেখ করছেন।এবং কেরলের ক্ষমতার ভরকেন্দ্রের “পরিবর্তন” হচ্ছে বলেও সেখানকার বিজেপির নেতা-কর্মিরা মনে করছেন।
যদিও বিজেপি একক সংখ্যা গরিষ্ঠাতা পায় নি। ৫২ আসন বিশিষ্ট পালাক্কাদ পুরসভার ২৪টি কেন্দ্রে বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন।ফলে পুরসভায় একক বৃহত্তর দল হিসেবে উঠে এসেছে বিজেপি।এবং স্বাভাবিক ভাবেই তারাই পুরসভা দখল নিয়েছে।চলতি মাসে রাজ্যের অন্যান্য স্থলেও স্থানীয় নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে বলেও গণমাধ্যমে জানা গিয়েছে।
শ্রীমতি প্রমীলা আজই পুরমাতা-পদে শপথ নিয়েছেন।বিজেপির কেরল রাজ্য সভাপতি ভি.মুরলীধরণ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।পালাক্কাদ পুরসভার চার বারের কাউন্সিলর শশীধরণ পুরমাতা-পদে শপথ নিয়েই জানিয়ে দেন যে, "পুরসভার সার্বিক পরিকাঠামোর উন্নয়ন সাধনই আমার লক্ষ্য।" বিজেপির রাজ্য সভাপতি সংবাদ সংস্থা পিটিআই-কে এক সাক্ষাৎকারে জানিয়েছেন,"কেরল রাজ্যে এ-এক পরিবর্তনের সূচনা হল।রাজ্যের অনেক পুরসভাতেই বিজেপি-ই এতদিন প্রধান বিরোধি দলের ভূমিকায় ছিল।এই পরিবর্তনই প্রমাণ করে,রাজ্যের মানুষ কংগ্রেস ও বামেদের প্রতি বিরক্ত।"
পালাক্কাদ কেরল ও তামিলনাড়ুর সীমান্ত পুরসভা।তামিলনাড়ুর কোয়েম্বাটুর ও পালাক্কাদ মুখোমুখি পুরসভা।পালাক্কাদ হয়েই কেরলে প্রবেশ করতে হয়।সে-কারণেই দুই রাজ্যের দিক দিয়েই পালাক্কাদ পুরসভা খুবই গুরুত্বপূর্ণ শহর।রাজ্যের সাধারণ নির্বাচনে মানুষের ক্ষোভ প্রকাশ পেয়েছে।ইউডিএফ ও এলডিএফ দীর্ঘদিন ক্ষমতায় থেকেও মানুষের ক্ষোভ প্রশমিত করতে ব্যর্থ বলেও অনেকে বলছেন।
যদিও কেরল বিধানসভা বা লোকসভাতে বিজেপির কোনো বিধায়ক-সাংসদ নেই।তবুও স্থানীয় নির্বাচনগুলিতে বিজেপি ভাল করেছে।বিশেষত পালাক্কাদ,থিরুভনন্তপুরম ও এর্ণাকুলমে বিজেপি প্রতিদ্বন্দ্বীহীন ভাবে উঠে আসছে।যা কংগ্রেস-বাম ও তাদের শরিকদের মাথা ব্যথার কারণ হিসেবে দেখা দিয়েছে।
১০০ আসন যুক্ত থিরুভনন্তপুরম সিটি কর্পোরেশনের নির্বাচনে বিজেপি একক ভাবে ৩৪টি আসনে জয়ী হয়েছে।যা “ম্যাজিক ফিগার” থেকে অনেকটাই কম।তবু এই আসন প্রাপ্তী বিজেপিকে আশার পথ দেখাচ্ছে।কেন না,বিগত দুই দশক ধরে ইউডিএফ বা এলডিএফ ৪২টি আসন পেয়েই ক্ষমতা দখল করত।সেই হিসেবে বিজেপি মাত্র কয়েক কদম পিছিয়ে রয়েছে।