কেদারনাথ (Kedarnath) মঠের উন্নয়ন এবং পুনর্গঠন প্রকল্প ও চলমান কাজ সম্পর্কে অবগত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার ড্রোনের মাধ্যমে কেদারনাথে চলতে থাকা কাজ খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। তিনি কেদারনাথ মন্দির চত্বর, আদিগুরু শঙ্করাচার্যর সমাধি, সরস্বতী ঘাট এবং আস্থা পথ, ভৈরব মন্দিরের রাস্তায় নির্মিত সেতু, কেদারনাথে নির্মিত গুহা, মন্দাকিনী নদীর উপরের সেতু এবং মন্দাকিনী ও সরস্বতীর সঙ্গমে নির্মিত ঘাটগুলি খতিয়ে দেখেন। প্রধানমন্ত্রী দফতর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার উত্তরাখণ্ড সরকারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেদারনাথ মঠের উন্নয়ন এবং পুনর্গঠন প্রকল্প পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী।
পিএমও জানিয়েছে, কেদারনাথ মঠ পুনর্গঠনের লক্ষ্যে নিজের দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রী বলেন, কেদারনাথ এবং বদ্রীনাথের মতো পবিত্রস্থানের উন্নয়নের জন্য সুদৃঢ় পরিকল্পনা ও নকশা তৈরি করা উচিত উত্তরাখণ্ড সরকারের এবং তা পরিবেশ বান্ধব হওয়া উচিত। সুনির্দিষ্ট পরামর্শ হিসেবে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, ঐতিহ্যশালী এবং ধর্মীয় স্থানের আরও বিকাশের স্বার্থে রামবান থেকে কেদারনাথ পর্যন্ত রাস্তা প্রসারিত করার জন্য।