কেন্দ্রীয় মন্ত্রী সড়ক পরিবহণ নীতিন গডকরি এবার বাইক চালদের জন্য ঘোষণা করলেন এক স্বস্তির খবর। জানালেন সকল গাড়ির সংক্রান্ত কাগজপত্রের ভ্যালিডিটি মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর ২০২০ করা হয়েছে। কেন্দ্রের তরফে এই নির্দেশিকা দ্রুত সকল রাজ্যতে জানানো হবে বলেও ঘোষণা করা হয়েছে।
করোনা পরিস্থিতির মধ্যে কাগজপত্রের কাজ করতে গিয়ে যাতে কেউ সমস্যার মধ্যে না পড়েন সেই কারণে কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে জানানো হয়েছিল ৩০ মার্চের মধ্যে সকল চালকদের নিজেদের গাড়ির ফিটনেস, পারমিট এমনকি লাইসেন্স সংক্রান্ত সব কাজ করে নিতে হবে না হলে অসুবিধার মধ্যে পড়তে হতে পারে সাধারণকে। কিন্তু তার পরে করোনা মহামারী ঘোষণা হওয়ার কারণেই এই সময়সীমা পিছনো হয়েছে। এর ফলে স্বস্তি পাবে সাধারণ মানুষজন। সেই কারণেই কেন্দ্রীয় মন্ত্রকের তরফে প্রয়োজনীয় সব দফতরে জানানো হয়েছে এই মেয়াদ বৃদ্ধির বিষয়টি।
এর আগে করজা পরিস্থিতির কথা বিচার করে কেন্দ্রের তরফে একটি গেজেট প্রকাশ করা হয়েছিল। সেখানে ৩১ জুলাই পর্যন্ত সকল নিয়ম এবং ছাড় সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া ছিল। যা থেকে সাধারণ মানুষেরা জানতে পারেন কোন কোন ক্ষেত্রে কি কি সুবিধা দেওয়া হয়েছে। আর এবারে এই নয়া সিদ্ধান্তের ম্ফলে সাধারণের যে কিছুটা হলেও সুবিধা হবে টা নিশ্চিত ভাবে বলা যায়।