শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আগামী ৬ মে ভোট, তাঁর আগে এলাকা জুড়ে একের পর এক রাজনৈতিক উত্তেজনা চলছেই।গতকাল জাঙ্গিপাড়া বিধানসভার কতোলপুরে বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগানোর সময় স্থানীয় তৃণমুল নেতাদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। এদিকে গতকালের পর আজ ভোর-রাতে বৈদ্যবাটি চৌরাস্তার সামনে তৃণমুল আশ্রিত দুস্কৃতীরা বিজেপির পতাকা, ফেস্টুন ছিড়ে জলে ফেলে দেয় বলে অভিযোগ করেন বিজেপির শ্রীরামপুর সংগঠনের সভাপতি সুমন ঘোষ। এদিন বৈদবাটি চৌরাস্তার ফ্ল্যাগ ছেড়াকে কেন্দ্র করে বিজেপি কর্মীরা প্রায় ১ ঘন্টা জিটি রোড অবরোধ করেন। পরে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিরাট পুলিশ বাহিনী এসে তদন্তের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
এ প্রসঙ্গে স্থানীয় বিজেপির প্রার্থী দেবজিৎ সরকার বলেন, বাংলায় একটা চলতি কথা আছে স্যাকরার ঠুক ঠুক কামারের এক ঘা।ওরা রোজ কোথাও না কোথাও ঠুক ঠুক করে ঠুকে দেখছে। আমরা কিন্তু সেটা করব না, আমরা আইন মানি বলে এখনও চুপচাপ আছি। আমরা মাঠে নামলে কিন্তু তৃণমুলের নেতা মাস্তানেরা সামলাতে পারবে না।
অপরপক্ষে এলাকার তৃণমুল নেতা তথা উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, খালি কলসি বাজে বেশি। ওরা যা বলার বলুক আমরা এই ফ্ল্যাগ ছেড়াছিড়িতে নেই। এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই হয়েছে।