মার্কিন যুক্তরাষ্ট্র ১১ বিলিয়ন ডলার মূল্যের ইউরোপীয় পণ্যগুলিতে শুল্ক আরোপ করার হুমকি দিচ্ছে। এর ফলে আমেরিকার বিমান সংস্থা বোয়িং এবং ইউরোপের এয়ারবাসকে কেন্দ্র করে বিমান ভর্তুকির উপর দীর্ঘস্থায়ী বিতর্ক আরো তীব্রতর হচ্ছে।
এয়ারবাস জেটগুলির উপাদান থেকে শুরু করে ওয়াইন, পনির এবং হিমায়িত মাছের মত বিস্তৃত পণ্যগুলি রয়েছে সেই তালিকায়।
আমেরিকার দীর্ঘদিনের অভিযোগ এয়ারবাসকেউচ্চ ভর্তুকি দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যার ফলে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে ।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিরা এয়ারবাস সংস্থাকে ভর্তুকি প্রদানের প্রতিশোধ নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েক শত বিভিন্ন পণ্য রপ্তানিতে এই শুল্ক আরোপ প্রস্তাব দিয়েছে।
আমেরিকা-চিন বাণিজ্য যুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের এরূপ হুমকি বিশ্বের আর্থনীতিকে এক আশঙ্কার সামনে দাঁড় করিয়েছে।
“যখন ইইউ এই ক্ষতিকারক ভর্তুকিগুলি বন্ধ করে দেবে, তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক গুলি তুলে নেওয়া যেতে পারে” বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি সদস্য।